ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

খুলনা শিশু হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিল ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, মার্চ ৯, ২০২২
খুলনা শিশু হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিল ভারত খুলনা শিশু হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিল ভারত।

খুলনা: খুলনার শিশুদের চিকিৎসা সেবায় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। বুধবার (০৯ মার্চ) দুপুরে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন সহকারী হাইকমিশনার রাকেশ কুমার রায়না।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান পৃষ্ঠপোষক খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ও সিনিয়র কনসালটেন্ট মো. কামরুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, কেসিসি'র প্যানেল মেয়র আলী আকবর টিপু, ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা. অনুপ কুমার দে, আরএমও ডা. ইমতিয়াজ, ডা. মো. মনিরুজ্জামান তালুকদার, সিনিয়র কনসাল্ট ডা. প্রদীপ দেবনাথ, খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আল আমিন রাকিব প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮০ সালে খুলনা শিশু ফাউন্ডেশনের একটি প্রকল্প হিসেবে খুলনা শিশু হাসপাতালের যাত্রা শুরু হয়। স্থানীয় লোকহিতৈষী ব্যক্তিবর্গ, প্রশাসন এবং চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় খুলনা শিশু হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিশুদের চিকিৎসার আশ্রয়ের অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অন্যান্য হাসপাতালের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার ফলে খুলনা এবং খুলনার আশপাশের জেলাগুলোর দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার ভারও শিশু হাসপাতাল সফলভাবে বহন করছে প্রায় চার দশক ধরে। হাসপাতালটিতে ভারতের দেওয়া উপহার অ্যাম্বুলেন্সটিসহ মোট ৩টি অ্যাম্বুলেন্স রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।