ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দরিদ্র রোগীদের ডায়ালাইসিসে যাকাত দানের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
দরিদ্র রোগীদের ডায়ালাইসিসে যাকাত দানের আহ্বান

ঢাকা: গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্র রোগীদের চিকিৎসার্থে যাকাতের টাকা দান করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার (৯ এপ্রিল) গণস্বাস্থ্যকেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকল কিডনি রোগের রোগীদের বেঁচে থাকার একমাত্র চিকিৎসা হলো ডায়ালাইসিস। কিডনি রোগে আক্রান্তদের বেশির ভাগেরই অন্য যেকোনো অসংক্রামক রোগ থাকতে পারে। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। রোগীদের ডায়ালাইসিসের খরচ ছাড়াও অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদি খরচ বহন করতে হয়। রোগীর আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, ওইসব রোগীরা চিকিৎসা ব্যয় মেটাতে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। একপর্যায়ে অনেকে অর্থের অভাবে ডায়ালাইসিস বন্ধ করে দিতে বাধ্য হয়।

এতে আরও বলা হয়, ডায়লাইসিস সেবা ব্যয়বহুল। করোনাজনিত মহামারি এই খরচ আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা গত বছর ১ বৈশাখ (১৪ এপ্রিল, ২০২১) থেকে ডায়ালাইসিসের দর কমানোর পরও বিকল কিডনী রোগের রোগীরা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছে না। বাংলাদেশের সর্ববৃহৎ ডায়ালাইসিস সেন্টার গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ জন বিকল কিডনি রোগীর নামমাত্র মূল্যে গুণগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।

এতে বলা হয়, গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টার গণস্বাস্থ্য নগর হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর দাতব্য ট্রাস্টের একটি অলাভজনক প্রতিষ্ঠান। সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আপনাদের সাহায্য প্রয়োজন, যারা সামর্থ্যবান দেশ-বিদেশে বসবাস করেন তারা গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টারে দরিদ্র রোগীদের চিকিৎসার্থে যাকাতের টাকা দান করুন।  

যাকাত পাঠানোর ঠিকানা- গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এলিফেন্ট রোড শাখা, ঢাকা-১২০৫, হিসাব নং - ০১৭১১০১০০০০০১০৫৮।
গণস্বাস্থ্য নগর হাসপাতাল প্রিমিয়ার ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকা। হিসাব নং-১৪৪১১১০০০০০৬৮। বিকাশ একাউন্ট: ০১৭৩৩৯৯১৩৯১।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।