ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

স্বাস্থ্য

দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, এপ্রিল ২৩, ২০২২
দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মানিকগঞ্জ: দেশের মানুষ এখন সুরক্ষিত মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনিদের্শনায় করোনার মধ্যেও দেশ ভালো আছে। অর্থনীতি ও সামাজিকভাবে এগিয়েও যাচ্ছে।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের বাস ভবনে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের প্রায় ১৩ কোটি মানুষ টিকা নিয়েছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। এছাড়া করোনায় সংক্ষক্রমণ নেই বললেই চলে। কিন্তু আমাদের বেখায়ালি হলে চলবে না। আপনারা জানেন, আমাদের আশে পাশের দেশসহ অনেক দেশেই করোনার প্রকোপ বাড়ছে। তাই সেদিকে লক্ষ্য রেখে সচেতন থাকাসহ আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিরা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।