রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ৬ আগস্ট একজনের মৃত্যু হয়েছিল।
এছাড়া রামেকের আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের নমুনা পরীক্ষা হয়। এতে একজনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ।
সোমবার (৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম তইয়বুর রহমান। তার বয়স ৯০ বছর। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এছাড়া করোনা উপসর্গে মারা যাওয়া ব্যক্তির নাম কামসুল। তার বয়স ৬০ বছর। তার বাড়ি পাবনা জেলার আমিরপুর গ্রামে।
এদিকে, রামেক হাসপাতালের ২৪ শয্যার করোনা ইউনিটে সোমবার (৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত মোট ৬ জন রোগী ভর্তি ছিলেন।
তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগী ২ জন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১ জন। অন্য ৩ জনের করোনা নেগেটিভ।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এসএস/এমএমজেড