ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক হাসপাতালে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ঢামেক হাসপাতালে দুদকের অভিযান

ঢাকা: দ্রুত কাজ করে দেওয়ার নাম করে রোগীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকারের নেতৃত্বে ও মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেনন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

 

দুদক সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী আলী ও রাজিবসহ অন্যান্যদের বিরুদ্ধে বহির্বিভাগে আগত হাজার হাজার রোগীদের মধ্য থেকে দ্রুত কাজ করে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে বহির্বিভাগে পর্যবেক্ষণকালীন দেখতে পায়, আগত রোগীদের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে কতিপয় ব্যক্তি অবৈধ সুবিধা নিচ্ছেন। পরবর্তীতে অভিযোগের বিষয়ে মেডিক্যাল কলেজের পরিচালক ও উপ-পরিচালকের সঙ্গে আলোচনা করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে অভিযোগে উল্লিখিত আলী নামের ব্যক্তি মেডিক্যাল কলেজ হাসপাতালের কেউ নন। তবে আলী নামের এক দালাল বর্হিবিভাগে এরকম অবৈধ কাজ করেন বলে জানা যায়। অভিযানকালে তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযোগে উল্লিখিত অপর ব্যক্তি রাজিবের ডিউটি সান্ধ্যকালীন থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযানকালে অভিযোগের বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং উপপরিচালকের কাছে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরা হয় এবং অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিগগিরই কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিয়ে কমিশনকে অবহিত করার জন্য ৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।