ঢাকা: হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত চার মাস বয়সী শিশু আম্বিয়াকে দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
বুধবার সকালে হাসপাতালে গিয়ে তিনি আম্বিয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন।
শিশু আম্বিয়ার অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা দানের জন্য সচিব হাসপাতালের পরিচালক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এর আগে মঙ্গলবার সকালে শিশু হাসপাতালে আম্বিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং চিকিৎসা শেষে শিশুটি স্বাভাবিক শিশুর মতোই বেড়ে উঠবে।
হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা আজিজুল হকের মেয়ে আম্বিয়ার বিষয়ে একটি সংবাদ সমাজকল্যাণ সচিবের নজরে আসে। তিনি সংবাদটি দেখে তাৎক্ষণিক শিশুটির পরিবারের খোঁজ নেন এবং শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন। সচিবের নির্দেশনায় শিশুটিকে ২৭ আগস্ট রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমআইএইচ/এসআইএস