ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাশিফল

সামাজিক যোগাযোগ বাড়বে বৃশ্চিকের, বিনিয়োগে লাভবান হবেন তুলা

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
সামাজিক যোগাযোগ বাড়বে বৃশ্চিকের, বিনিয়োগে লাভবান হবেন তুলা

আজ ২৯ শ্রাবণ ১৪৩০, ১৩ আগস্ট ২০২৩, ২৬ মহররম ১৪৪৫ রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়।

ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: বিদেশ সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হবে। কাজের সুযোগ আসবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। নিয়মিত কাজে বাধা এলে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে। ব্যবসায় ভেবে-চিন্তে পদক্ষেপ নিন।

বৃষ: আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। প্রিয়জনের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি নজর রাখুন।

মিথুন: সম্মিলিত প্রচেষ্টায় কোনো কাজের অগ্রগতি হবে। বিভিন্ন কারণে উদ্বেগ থাকতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পুরোনো সমস্যা কাটিয়ে সাফল্যের পথে অগ্রসর হতে হবে। অহেতুক চাপ নেবেন না। নিজেকে সঠিক পথে রাখুন।

কর্কট: কাজে কিছুটা বাধা আসবে। পাওনা অর্থ আদায়ে দেরি হবে। অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থাকবে। নিজের মধ্যে উৎসাহ আনুন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন। নতুন সুযোগকে কাজে লাগান। হাল ছাড়বেন না।

সিংহ: অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। আর্থিক বিনিয়োগ শুভ। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।  

কন্যা: গৃহ, আবাসন ও ভূমি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব। কাজের গতি বাড়াতে হবে। ধৈর্য ধরে কাজে মনোযোগ দিন।

তুলা: কোনো যোগাযোগে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। ব্যবসায় অগ্রগতি যোগ আছে। বিনিয়োগে লাভবান হবেন। নতুন সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে হবে। কাছের মানুষদের সহযোগিতা পাবেন।

বৃশ্চিক: সামাজিক যোগাযোগ বাড়বে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হবে। পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকবে। দীর্ঘদিনের পড়ে থাকা কাজ উদ্ধার হতে পারে।

ধনু: যোগ্য ব্যক্তি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে পারবেন। চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বিকল্প ও নতুন পথে অগ্রসর হলে সুফল পাবেন। ব্যবসায় ভালো যোগাযোগ আসবে। প্রিয়জনকে নিয়ে আনন্দে থাকুন।

মকর: উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে সুযোগ হাত ছাড়া হতে পারে। কর্মপদ্ধতি পরিবর্তন করুন। সিদ্ধান্তে স্থির থাকুন।

কুম্ভ: কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা। বন্ধুর সহযোগিতায় কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে মন্দাভাব কেটে যাবে। বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন।

মীন: কর্মক্ষেত্রে পদোন্নতির আভাস পেতে পারেন। ব্যবসায়িক কিছু বকেয়া বিল আদায়ে চেষ্টা সফল হতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। প্রিয়জনের মন রক্ষা করে চলুন। মনের স্থিরতা বজায় রাখুন।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।