ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

রাশিফল

জেনে নিন কেমন যাবে আজকের দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৯, মে ২৮, ২০২৫
জেনে নিন কেমন যাবে আজকের দিন

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৮ মে, দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ব্যাঘাত ঘটতে পারে। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। বিরূপ পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসার চেষ্টা করুন। অন্য মানুষকে সময় না দিয়ে নিজেকে সময় দিন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): আগের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। পরিবেশ পক্ষে থাকবে।

মিথুন (২১ মে-২০ জুন): কোনো প্রচেষ্টা সফল হতে পারে। কিছুটা কাজের চাপ থাকবে। ব্যবসায়ীরা ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হবেন। আগের কোনো সমস্যা সমাধান করতে পারবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): বিদেশসংক্রান্ত কোনো কাজের অগ্রগতি হবে। পরিশ্রম বাড়লেও মানসিক প্রশান্তি থাকবে। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না। বুদ্ধি ও কঠিন পরিশ্রমে কাজ সম্পন্ন হবে। ভ্রমণের পরিকল্পনার অগ্রগতি হবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): পেশাগত দিক ভালো যাবে। আর্থিক সহযোগিতা মেলার আশ্বাস পেতে পারেন। কাছের কারো সমস্যায় উদ্বিগ্ন থাকতে পারেন। উচ্চাশা পূরণে বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): সামাজিক যোগাযোগ বাড়বে। পারিবারিক সমস্যার সমাধান হবে। যৌথ কাজে অগ্রগতির সম্ভাবনা। কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে পারবেন। অস্থির চিন্তায় কাজ নষ্ট করবেন না।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): প্রত্যাশিত কাজে বাধা আসতে পারে। পেশাগত কাজে অন্যের কাছ থেকে সাহায্য নিতে হবে। শত্রুর সঙ্গে আপস করলে লাভবান হতে পারেন। নতুন উদ্ভাবনী চিন্তা সামনের দিকে এগোতে সাহায্য করবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা। নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে। সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে আলোচনা হতে পারে। অর্থলাভের সুযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসার লোককে হতাশ করবেন না। বিনোদন ও রোমান্স শুভ।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। হাতছাড়া হয়ে যাওয়া কোনো কাজের সুযোগ ফিরে আসতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কাজে উন্নতির সুযোগ আসবে। কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। নিজের অজান্তেই কোনো কাজ সবার দৃষ্টি আকর্ষণ করবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। ভালো কাজের সুযোগ আসবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। ভ্রমণের পরিকল্পনা শেষ মুহূর্তে পরিবর্তনের আশঙ্কা। অর্থ সম্পর্কিত কোনো সমস্যার সমাধান হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া প্রশংসা আপনাকে খুশি করবে। প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। কাজে গতি আসবে। আলোচনা ও সংলাপে সফলতা পাবেন। সম্প্রীতির বন্ধন মজবুত করুন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।