প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।
রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: [email protected]
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজ কেমন যাবে
তারিখ- ১৭/১১/২০১৪

ঘরে ও কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপের ফলে আপনার মন কিছুটা অবসন্ন হতে পারে। নতুন আবেদনে সাড়া মিলবে না। প্রেমযোগ আছে। জাতিকাদের দিনের মধ্যভাগের মধ্যে জরুরি কাজগুলি করে ফেলা উচিত।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর চন্দনের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

সফল হতে হতে আটকে যাওয়া কোনো কাজ আপনাকে কিছুটা অবসাদের মধ্যে ফেলতে পারে। ধৈর্য ধরলে আপনার চেষ্টা আপনাকে সফলতা এনে দেবে। জাতিকাদের অযথা কোন কাজ করতে হতে পারে। পরিবার এবং সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতে হবে।
টোটকা: হরিতকী এবং কাঁচা হলুদ একটি মাটির জল ভর্তি ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

অপেক্ষা করে সিদ্ধান্ত নিলে কাজে সফল হবেন। আপনার কাজের পদ্ধতি নিয়ে সমালোচনা হতে পারে। কর্মক্ষেত্রেও পরিবেশ মনমতো থাকবে না। প্রেমযোগ আছে। উৎসাহ বজায় রাখতে পারলে জাতিকাদের কাছে উন্নতির সুযোগ আসবে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথরকুচি গাছ রোপণ করুন।

ব্যবসার সিদ্ধান্ত ও পাওনা আদায় নিয়ে সমস্যা বাড়তে পারে। আত্মীয়ের সাহায্যে কর্মক্ষেত্রে সমস্যা কমতে পারে। জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত শুভ ঘটনা ঘটতে পারে। জাতিকাদের আর্থিক বাধার যোগ আছে।
টোটকা: একটি কলা কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল, অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

শুভ ফল পেতে হলে সাফল্যের পর উত্তেজনা প্রকাশ করবেন না। আপনার সাফল্যের ফলে আপনার গুপ্ত শত্রুর সংখ্যা বাড়তে পারে। প্রেমযোগ নেই। জাতিকাদের সন্তান নিয়ে চিন্তার মুক্তি ঘটবে। নিজে না পারলেও সহকর্মীর দ্বারা কাজে সফল হবেন।
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

ব্যবসার পরিবেশ থাকবে কিছুটা সমস্যাজনক। তবে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবেন। অগ্রজ কোনো মানুষের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে দিনটি শুভ। ঘরে বাইরে স্বাচ্ছন্দ্য থাকবে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারের ফলে জাতিকারা আর্থিকভাবে লাভবান হবেন।
টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল ও সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

সাময়িক বাধা এলেও কাজে সফলতা অর্জন করবেন। তবে কোনো অকর্মণ্য ব্যক্তির কথায় প্রভাবিত হলে সুযোগ হারাতে পারেন। পারিপার্শ্বিক পরিবেশ কিছুটা প্রতিকূল থাকায় মন অশান্ত থাকবে। জাতিকারা নিজের উদ্যমেই ঘরে ও বাইরে সামঞ্জস্য রক্ষা করবেন। দাম্পত্য জীবনে ঘটতে পারে কিছু ভুল বোঝাবুঝির ঘটনা।
টোটকা: একটি লাল সুতির কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

কর্মক্ষেত্রে মতের অমিল হলেও মানিয়ে চলতে হতে পারে। এলোমেলোভাবে কাজ করা আপনার অপছন্দ হলেও মানিয়ে চলতে হবে। জাতিকাদের ক্ষেত্রে মনে কোনো বিষয় নিয়ে দোটানা ভাব থাকবে। প্রেমযোগ শুভ।
টোটকা: একটি বোঁটাযুক্ত পান, একটি গোটা সুপারি ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

আজ কাটবে একটি ব্যস্ত দিন। পরিবেশ অনুকূল থাকায় সাফল্য ধারাবাহিকভাবে আসতে থাকবে। প্রেমযোগ আছে। জাতিকাদের খুঁতখুঁতে মনোভাব থাকায় মন কিছুটা অশান্ত থাকতে পারে। তবে হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ফেরত পাওয়ার সম্ভাবনায় মনে আনন্দ আসবে।
টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

কর্মক্ষেত্রে সবার সাহায্যে সার্বিক উন্নতি হবে। পাওনা আদায় হতে পারে। তবে কেউ লোভ দেখালে সতর্ক থাকুন। প্রেমযোগ আছে। জাতিকারা প্রতিপক্ষের অযাচিত ভালোবাসা থেকে সতর্ক থাকুন। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে।
টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা, কিছুটা তেল ও কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কোনো চিন্তা আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করবে। অর্থকরী বিষয়ে সজাগ থাকুন। রাতের দিকে শুভ খবর আসতে পারে। প্রেমযোগ আসছে। জাতিকারা পরিবারে আনন্দময় পরিবেশ বজায় রাখতে বড় ভূমিকা নেবেন। পরিবারের স্বার্থে বিশেষ গোপনিয়তা অবলম্বন করতে হতে পারে।
টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

সর্বক্ষেত্রেই আপনার গুরুত্ব বাড়বে। সন্ধ্যার পর কিছু অশুভ পরিবর্তন হতে পারে। তাই কোনো ধরনের বিতর্ক সযত্নে এড়িয়ে চলুন। জাতিকারা সৃষ্টিশীল কাজে সফলতা লাভ করবেন। সন্তানের কোনো বিশেষ উদ্যোগ মানসিক শান্তি দেবে।
টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা এবং একটি লাল কাঁচা মরিচ একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪