ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অর্থযোগ মকরের, মেষের প্রেম

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
অর্থযোগ মকরের, মেষের প্রেম

আজ কেমন যাবে
তারিখ- ২০/১২/২০১৪

মেষ: (২১ মার্চ –২০ এপ্রিল)  শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২

কর্মক্ষেত্রে বহু শ্রমের ফলে বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা। অন্যদের ঝগড়া মেটাতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে।

দুর্জনের ষড়যন্ত্র বানচাল করে কার্য উদ্ধার করতে সফল হবেন। প্রেম যোগ আছে।

টোটকা: কাজের টেবিলে একটি রূপার পয়সা রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৬

মৌলিক চিন্তাধারায় সাফল্যের সূত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি সমস্যা তৈরি হতে পারে। কর্মস্থলে অকারণ বিবাদ-বিতর্ক থেকে বিড়ম্বনা দেখা দিতে পারে। প্রেম যোগ ক্ষীণ।


টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে  পদ্ম ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে–২১ জুন) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯

কর্মে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। বাক্যালাপে সংযত না-হলে বিপত্তি দেখা দেবে। দাম্পত্য যোগ সমস্যা যুক্ত।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন–২২ জুলাই) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৬

শত্রুভাবাপন্ন কর্তার কূট চালে কর্মক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হতে পারে। মূল্যবান দ্রব্যাদি চুরি বা হারানোর আশঙ্কা আছে। গবেষকদের শুভ দিন আসতে পারে। প্রেম যোগ শুভ।

টোটকা:  লবণ, মধু এবং ঘি একটি পাত্রে রেখে বিছানার নিচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১

উপস্থিত বুদ্ধিতে সমস্যার মোকাবেলা। ললিতকলায় দক্ষতার স্বীকৃতির যোগ আছে। বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। প্রেমের যোগ আছে।
 
টোটকা: জলে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)  শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২

কর্মসূত্রে দূর ভ্রমণের সুযোগ আসতে পারে। জেদি মনোভাব সাংসারিক পরিবেশকে তিক্ত করে দিতে পারে। জলপথে বিপদের আশঙ্কা আছে। প্রেম যোগ শুভ।

টোটকা: শুকনো মরিচ কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৭

কর্তা ব্যক্তির হস্তক্ষেপে কর্মক্ষেত্রে অশান্তির অবসান হবে। অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে কার্য উদ্ধার করতে সফল হবেন। প্রিয় বন্ধুর প্রতারণায় মনঃকষ্ট বৃদ্ধি পাবে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪

অনৈতিক পথে উপার্জনের ফাঁদ চিনতে না-পারলে বিপদ বাড়বে। দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা আছে। সন্তানকে ঘিরে সাংসারিক অশান্তি দেখা দেবে। প্রেম যোগ শুভ।
 
টোটকা: গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ৭

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। আইনি লড়াইয়ে শুভ ফলের সম্ভাবনা আছে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীর আঘাত আসতে পারে। প্রেম যোগ নেই।

টোটকা: কাজের জায়গায় একটি পিতলের পাত্রে জল রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৬

সহকর্মীর সমস্যা মিটিয়ে কর্মস্থলে প্রতিপত্তি বাড়বে। শত্রুর দুর্বলতার সুযোগ নিয়ে কার্য উদ্ধার করতে পারবেন। প্রেম-প্রণয়ের পথে কাঁটা দূর হবে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

নতুন কর্মোদ্যম এবং তা থেকে উন্নতির সূচনার শুরু হবে। বকেয়া নিয়ে গোলমাল বাধতে পারে। অপ্রিয় সত্য যত কম বলা যায়, আজকের জন্য ততই ভালো। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২

পড়শির উস্কানিতে পরিবারে গোলযোগ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। আজকের দিনে বিতর্ক-বিবাদ ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলাই ভালো। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি হতে পারে। এর প্রভাব পড়বে প্রেমে।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভূজ আকৃতির স্ফটিক এমন ভাবে রাখুন যা উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।