ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

কুম্ভের আর্থিক উন্নতি, কর্কটের কর্মে বাধা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
কুম্ভের আর্থিক উন্নতি, কর্কটের কর্মে বাধা

আজ কেমন যাবে
তারিখ: ২০/০৪/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্রে নিজের জায়গা তৈরি করতে সঠিক পরিকল্পনা করে কাজ করতে হবে। প্রেমযোগ শুভ।

শারীরিক সমস্যার থেকে মুক্তির সম্ভাবনা আছে। ভ্রমণের যোগ আছে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম নিয়ে আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারে। আত্মীয়দের মধ্যে থেকে গোপন শত্রুতার সম্ভাবনা। কর্মক্ষেত্র শুভ। তবে ব্যবসায় সমস্যা আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
ভাই বা পরিবারের কোনো কনিষ্ঠ আপনার সাহায্যে এগিয়ে আসবে। কোনো বন্ধুর সাহায্য ব্যবসায়িক সমস্যা সমাধান করতে পারে। প্রেমযোগ শুভ। বিশেষ যাত্রার যোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬


কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দাম্পত্য অথবা প্রেম নিয়ে কোনো সমস্যা থাকলে আজকের দিনে সেটি মেটার সম্ভাবনা থাকবে। কর্মে বাধা। ভ্রমণের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ব্যবসা-বাণিজ্যের দিকে বেশি করে নজর দেওয়া দরকার। বিশ্বস্ত কেউ সমস্যার সৃষ্টি করতে পারে। প্রেমযোগ শুভ। কর্মে উদ্দীপনা ফিরে পাবেন। শিক্ষায় শুভযোগ আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
ভাগ্যচক্রের শুভ প্রভাবের ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তির যোগ আছে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির বাধাগুলি অবসান হবে। শিক্ষাযোগ শুভ। পারিবারিক সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আপনার আর্থিক সিদ্ধান্ত নিয়ে পরিবারে সমস্যা হতে পারে। ব্যবসার ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। ভ্রমণের যোগ বর্তমান।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ছোটদের জন্য দিনটি শুভ। কর্মে উন্নতির যোগ। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। ব্যবসায় কিছু কিছু সমস্যা আসতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে দায়িত্ব ভাগ নিয়ে সহকর্মীর সঙ্গে সমস্যা হতে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। শিক্ষাযোগ শুভ ফল লাভের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং :হলুদ, শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
দিনটি কাটবে কর্মক্ষেত্রের নানা ঝামেলা নিয়ে। প্রেমের যোগ আছে। শিক্ষাযোগ শুভ। আর্থিকযোগে শুভ ফল। ভ্রমণের যোগ আছে। কর্মযোগে উন্নতির সম্ভাবনা। শুভ দিক পশ্চিম।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
পরিবারের কোনো জটিল বিষয় নিয়ে সারাদিন চিন্তায় থাকবেন। শারীরিক সমস্যা। প্রেমযোগ শুভ। আর্থিক উন্নতির যোগ আছে। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমের সফলতার যোগ। শিক্ষায় সমস্যার যোগ আছে। আর্থিক বিষয়ে শুভ যোগ বর্তমান। মানসিক জোরের ফলে জটিল পরিস্থিতিতে সাফল্য লাভ করবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং :বাদামি, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।