ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

ব্যবসায় লাভ বাড়বে মিথুনের, বন্ধুর সাহায্য পাবেন সিংহ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ৬, ২০১৬
ব্যবসায় লাভ বাড়বে মিথুনের, বন্ধুর সাহায্য পাবেন সিংহ

আজ কেমন যাবে
তারিখ: ০৬/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
মনে রাখবেন কোনো সমস্যায় আপনি একা নন। আপনার পাশে পাবেন পরিবার ও কিছু কাছের মানুষকে।

প্রেমযোগ শুভ। দাম্পত্য সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনার কাছের কোনো মানুষের সম্পর্কে খারাপ কথা শুনে উত্তেজিত হয়ে পড়তে পারেন। এই উত্তেজনা আপনার সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। প্রেমযোগ মিশ্র। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
নতুন পরিচিত কেউ আপনাকে নতুন স্বপ্ন দেখাতে পারে। সেই স্বপ্ন সত্যি করতে নানারকম পরীক্ষার মধ্যে পড়তে হতে পারে। কর্মে উন্নতির যোগ। প্রেমে সফলতা লাভ। ব্যবসায় লাভ বাড়বে। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দুই রকমের কথা বলে এমন মানুষ আপনার ক্ষতি করতে পারে। এ বিষয়ে আপনাকে ভাবনা-চিন্তা করে চলতে হবে। প্রেমযোগ মিশ্র। নতুন বন্ধুত্ব হতে পারে। পরিচিত মানুষের থেকে সাহায্য লাভ করবেন। শিক্ষায় সাফল্য লাভ। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
নিজের সংসারকে সুন্দর করতে আপনাকে বেশকিছু ক্ষেত্রে স্বার্থ ত্যাগ করতে হবে। সম্পত্তি লাভের পথে বাধা মুক্তির যোগ আছে। বন্ধুর সাহায্য লাভ করবেন। প্রেমের ক্ষেত্রে সংশয় দূর হবে। নতুন ব্যবসায় সাফল্য লাভ করবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আপনি কতটা আপনার সম্পর্কের প্রতি একনিষ্ঠ সেই বিষয়ে পরীক্ষার মধ্যে পড়তে পারেন। গোপন শত্রুতার যোগ আছে। পেটের সমস্যা আপনার কষ্ট বাড়তে পারে। যাত্রাযোগে সমস্যা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনো অজানা পথে চলতে হতে পারে। কিন্তু এ অজানা পথ সাময়িক অস্বস্তি দিলেও অবশেষে সাফল্য খুঁজে পাবেন। কাজের ফাঁকে কিছুটা আনন্দের যোগ। নতুন প্রেমযোগ বর্তমান। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমে সাফল্য লাভের জন্য অপেক্ষা করতে হতে পারে। আত্মীয়ের দ্বারা পরিবারে সমস্যার যোগ। সমাজসেবার যোগ। পথে সমস্যার যোগ আছে। বিদেশযাত্রায় বাধা। আর্থিক উন্নতি।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সমস্যা থেকে পরিত্রাণ পেতে এমন কোনো লোকের সাহায্য নেবেন না যে আপনাকে প্রতারিত করতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনায় সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আপনার সমস্ত সমস্যার সমাধান করতে এগিয়ে আসবে কোনো বন্ধু। প্রেমের বাধা থেকে মুক্তি। দাম্পত্য সমস্যা সমাধানের যোগ আছে। ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। শুভ দিক উত্তর।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
পরিবারের কারও শারীরিক সমস্যার সমাধান আপনাকে চিন্তা মুক্ত করবে। পারিবারিক সমস্যাগুলির সমাধান হওয়ার সম্ভাবনা আছে। সন্তানকে নিয়ে চিন্তার অবসান হবে। প্রেমে সফলতার যোগ। বিনোদনের সুযোগ বর্তমান। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মনের ইচ্ছা চেপে রাখলে সবার থেকে কিছুটা পিছিয়ে পড়তে পারেন। প্রেমযোগের ফলাফল মিশ্র। দাম্পত্য সুখের যোগ আছে। সুগার, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণের যোগ শুভ। যাত্রায় শুভ ফললাভের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।