ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

জ্যোতিষী রুবাইয়ের চোখে কেমন যাবে ২০১৭ সাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জ্যোতিষী রুবাইয়ের চোখে কেমন যাবে ২০১৭ সাল নতুন বছরের স্পেশাল রাশিফল

নতুন বছরের শুরুতে একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খায়, কেমন কাটবে নতুন বছর। শরীর কেমন থাকবে? কেমনই বা থাকবে আর্থিক বিষয়-আশয়? শিক্ষাযোগে সফলতা পাওয়ার সম্ভাবনা কতটা আর কেমনই বা হবে প্রেম অথবা দাম্পত্য জীবন?

শুধু তাই নয়, সন্তানের ভবিষ্যৎ, পরিবারের গুরুজনদের শারীরিক অবস্থা কিংবা আপনার মনের কোণে জমিয়ে রাখা শখটি পূর্ণ হবে কিনা- এ নিয়ে প্রশ্ন থাকে অনেক।

এ সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে জ্যোতিষ শাস্ত্র।

সূর্য যেমন প্রাণের উৎস, ঠিক তেমনই আমাদের জীবনে সৌর জগতের প্রতিটি গ্রহের প্রভাব আছে। প্রভাব আছে ধাতু, রত্ন ও রঙের। বিশেষ প্রভাব আছে রাশিচক্রের অধিপতি গ্রহের। একটি নতুন বছর নিয়ে আসে অনেক নতুন সম্ভাবনা। ফেলে আসা দিনগুলি যে শিক্ষা প্রতিটি মানুষকে দিয়েছে, সেই শিক্ষা বা অভিজ্ঞতা আর জ্যোতিষের পথ প্রদর্শন জীবনকে নতুন দিশা দেবে- এটা নিশ্চিত করে বলা যায়।
জেনে নিন ২০১৭ সালে জীবনের বিভিন্ন বিষয় কীভাবে আবর্তিত হবে।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) লগ্ন পতি: মঙ্গল, শুভ রং: সবুজ

প্রেম ও দাম্পত্য
২০১৭ সাল প্রেমের ক্ষেত্রে ইতিবাচক। বিয়ে ও দাম্পত্য শুরুর যোগ আছে। তবে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে প্রেম নিয়ে সংশয় দেখা দিতে পারে। দাম্পত্য সমস্যা থাকলে সমাধানের যোগ।

স্বাস্থ্য
শরীর মোটের উপর চালু থাকলেও কিছু সমস্যা থাকবে। তবে বড় কোনো শারীরিক সমস্যার যোগ নেই। হাড়ের ব্যথা নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে।

পরিবার
পারিবারিক তরফে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে।

শিক্ষা
শিক্ষা শুভ। বিদেশে পড়াশুনা বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে।

ব্যবসা ও চাকরি
কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। ব্যবসার ক্ষেত্রে বছরের প্রথম ভাগ সমস্যার হলেও মার্চ মাসের পর থেকে শুভ।

বৃষ: (২১ এপ্রিল– ২১ মে)  লগ্নপতি  শুক্র, শুভ রং: লাল

প্রেম ও দাম্পত্য
বৃষরাশির প্রেমযোগে সফলতা আসবে, তবে বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রেমে সমস্যার যোগ। প্রেম প্রকাশের ক্ষেত্রে সমস্যা বজায় থাকবে। দাম্পত্য জীবন সুখের।
 
স্বাস্থ্য
পেটের সমস্যা ছাড়া তেমন কোনো বড় সমস্যার সম্ভাবনা নেই। তবে বছরের মধ্যে একাধিকার চিকিৎসকের কাছে যেতে হতে পারে। শরীর চর্চায় নজর দিলে উপকার পাবেন।
 
পরিবার
পরিবারে সময় কম দেওয়ার সমস্যা থাকবে বছরজুড়ে। কনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
 
শিক্ষা
উচ্চশিক্ষার যোগ থাকলেও শিক্ষার কারণে বিদেশযাত্রায় কিছু বাধা আসতে পারে।
 
ব্যবসা ও চাকরি
কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। ব্যবসায় ছোট ছোট সমস্যা থাকলেও লাভ বাড়তে থাকবে।

মিথুন: (২২ মে – ২১ জুন)  লগ্নপতি:  বুধ, শুভ রং-হলুদ

প্রেম ও দাম্পত্য
নতুন বছরে প্রেমের প্রস্তাবে সম্মতি পেতে পারেন। নতুন প্রেমের প্রস্তাব আসার যথেষ্ট সম্ভাবনা। নতুন প্রেমে সফলতা লাভ। দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হবে।

স্বাস্থ্য
পেটের সমস্যা সারা বছর বিব্রত করবে।   সমস্যা সমাধানে তৎপর হওয়া দরকার। তবে বড় মাপের সমস্যার যোগ নেই।
 
পরিবার
পরিবারে একাধিক সমস্যা এলেও সবার প্রচেষ্টায় সেগুলি সহজেই সমাধান হবে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকবে।
 
শিক্ষা
শিক্ষায় নতুন বছরে নতুন পথের সন্ধান পাবেন। ফলাফল কখনও ভালো, কখনও মিশ্র হবে।
 
ব্যবসা ও চাকরি
অংশীদারি ব্যবসায় সমস্যা আসতে পারে। কর্মে উন্নতির সম্ভাবনা আছে। বছরের মধ্যে কর্ম পরিবর্তনের যোগ। বিশেষ করে তাদের যারা বিপণন জগতের সঙ্গে যুক্ত।

কর্কট (২২ জুন – ২২ জুলাই) লগ্নপতি:  চন্দ্র, শুভ রং: গোলাপি

প্রেম ও দাম্পত্য
প্রেম হওয়া, না হওয়া নিয়ে সংশয় থেকে মুক্তি পাবেন। পারিবারিক ক্ষেত্রে সমস্যার মূলে থাকবেন কোনো তৃতীয় ব্যক্তি।
 
স্বাস্থ্য
উচ্চ রক্তচাপ নিয়ে সমস্যায় পড়বেন। বছরের মাঝামাঝি ও শেষের দিকটি স্বাস্থ্যের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যোগব্যায়াম চর্চা করলে অনেক সমস্যার সমাধান হবে।
 
পরিবার
পরিবারে সমস্যার যোগ নেই। কনিষ্ঠদের কিছু কিছু ঘটনা আপনাকে বিচলিত করবে।
 
শিক্ষা
শিক্ষাযোগ শুভ। শিক্ষা নিয়ে বিদেশযাত্রার পরিকল্পনা সফল হবে।
 
ব্যবসা ও চাকরি
ব্যবসায় সমস্যা কিছুটা কমবে। চাকরির উন্নতির সম্ভাবনা আছে, তবে সে ক্ষেত্রে প্রতিযোগিতা তুঙ্গে থাকবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা।
 
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) লগ্নপতি:  রবি, শুভ রং: সাদা

প্রেম ও দাম্পত্য
প্রেমযোগ শুভ। প্রেম নিয়ে জীবনে কিছু সমস্যা থাকবে। দাম্পত্য সমস্যা নিয়ে চিন্তা কমবে।

স্বাস্থ্য
শরীরে লবণের ঘাটতি সংক্রান্ত রোগ ধরা পড়তে পারে। মধুমেহ রোগের সমস্যা দেখা দিতে পারে।
 
পরিবার
কনিষ্ঠদের সঙ্গে সমস্যা মিটে যাবে। সন্তানের দিকটি শুভ। সময় কম দেওয়ার অভিযোগ বার বার শুনতে হবে।
 
শিক্ষা
শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তরা সফল হবেন। ছাত্রদের ক্ষেত্রে বছরটি নতুন সম্ভাবনায় পূর্ণ।
 
ব্যবসা ও চাকরি
চাকরিতে উন্নতির সম্ভাবনা। তবে কর্মক্ষেত্রে প্রতি পদক্ষেপে প্রতিযোগিতা থাকবে। ব্যবসায় নতুন মূলধনের সমস্যা মিটতে পারে।
 
কন্যা:  (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) লগ্নপতি:  বুধ, শুভ রং: নীল

প্রেম ও দাম্পত্য
প্রেমের ক্ষেত্রে যে নাক্ষত্রিক বাধা ছিল সেটা কাটবে। দাম্পত্যযোগ শুভ।
 
স্বাস্থ্য
অস্ত্রোপচারের যোগ নেই। তবে পেটের সমস্যা নিয়ে দ্রুত সচেতন হওয়া দরকার।
 
পরিবার
পরিবারের কারও তরফ থেকে আপনার বিরোধিতা করা হতে পারে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে হাতে নিতে হতে পারে।
 
শিক্ষা
শিক্ষা সংক্রান্ত ফলাফলে সফলতা পাবেন। শিক্ষক ও গবেষকদের জন্য শুভ বছর হতে চলেছে।
 
ব্যবসা ও চাকরি
ব্যবসা কিছু ছোট সমস্যা বাদ দিলে এই বছরটি শুভ। সরকারি কাজের বরাত লাভ হতে পারে।
 
তুলা:  (২৪ সেপ্টেম্বর– ২৩ অক্টোবর) লগ্নপতি:  শুক্র, শুভ রং: গেরুয়া

প্রেম ও দাম্পত্য
নতুন বছরে নতুন প্রেমের সম্ভাবনা যথেষ্ট। দাম্পত্য জীবনে শুভ ফল লাভের যোগ।

স্বাস্থ্য
হাঁটু, কোমর ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে। কিডনির দিকে বিশেষ যত্নবান হোন।
 
পরিবার
সম্পত্তি নিয়ে সমস্যা বাড়বে, তবে বছরের শেষ ভাগে এর সমাধান হবে। আত্মীয়দের মধ্যে থেকে শত্রুতার যোগ আছে।
 
শিক্ষা
ছাত্রদের জন্য মিশ্র এবং গবেষকদের জন্য বছরটি শুভ।
 
ব্যবসা ও চাকরি
চাকরির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ আসবে। ব্যবসায় উন্নতির যোগ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর– ২২ নভেম্বর) লগ্নপতি: মঙ্গল

প্রেম ও দাম্পত্য
প্রেমের প্রস্তাব দেওয়া নিয়ে সংশয় কাটবে। দাম্পত্যযোগ সুখের হবে।

স্বাস্থ্য
রক্তচাপ, কোলেস্ট্ররেল, কিডনির সমস্যার যোগ আছে।
 
পরিবার
পরিবারে সঙ্গে বছরের শেষে দূরে বা বিদেশে ভ্রমণের যোগ আছে। পরিবারের সদদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
 
শিক্ষা
শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে। ছাত্রদের জন্য বছরটি জন্য শুভ।
 
ব্যবসা ও চাকরি
বস্ত্র ব্যবসায় যুক্তদের কিছু সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে।   নির্মাণ ব্যবসা শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) লগ্নপতি:  বৃহস্পতি, শুভ রং: বেগুনি

প্রেম ও দাম্পত্য
আপনি আশা করতে পারবেন না এমন সময়ে প্রেমের সম্ভাবনা বাড়বে।
 
স্বাস্থ্য
সুগার বা মধুমেহ রোগের সমস্যা, পায়ের সমস্যা ও পেটের সমস্যা থাকতে পারে। বড় কোনো সমস্যার যোগ নেই।

পরিবার
পরিবারের বাইরের লোক সংসারে অশান্তি ডেকে আনতে পারে।

শিক্ষা
গবেষকদের ক্ষেত্রে বাধা আসবে, তবে বছরের শেষের দিকটি বেশি ভালো। সাধারণভাবে শিক্ষা শুভ।
 
ব্যবসা ও চাকরি
আর্থিক বিষয় নিয়ে ব্যবসায় সমস্যা থাকলেও এগোতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। নতুন ব্যবসা শুরুর করতে পারেন।
 
মকর: (২২ ডিসেম্বর– ২০ জানুয়ারি) লগ্নপতি:  শনি, শুভ রং: নীল

প্রেম ও দাম্পত্য
প্রেমের সম্পর্কটি পরিবার প্রাথমিকভাবে নাও মেনে নিতে পারে। তবে দুই পরিবারের মধ্যস্থতায় সেটি সমাধান হবে।
 
স্বাস্থ্য
ছোটখাটো শারীরিক সমস্যার যোগ আছে। হাঁটু বা ঘাড়ের ব্যথায় কষ্ট পাবেন।
 
পরিবার
সম্পত্তি নিয়ে আইনি সমস্যার যোগ আছে। পরিবার নিয়ে চিন্তা বাড়বে।

শিক্ষা
শিক্ষায় ফলাফলের ক্ষেত্রটি শুভ। শিক্ষার জন্য বিদেশ থেকে আমন্ত্রণ আসতে পারে।
 
ব্যবসা ও চাকরি
চাকরিতে উন্নতির যোগ আছে। তবে সেটি নানা বাধার মধ্যে দিয়ে। নতুন ব্যবসার যোগে বাধা।

কুম্ভ: (২১ জানুয়ারি– ১৮ ফেব্রুয়ারি)  লগ্নপতি:  শনি,  শুভ রং: আকাশি

প্রেম ও দাম্পত্য
প্রেমের প্রস্তাব দিতে পারলে প্রেমে সফলতার সম্ভাবনা। দাম্পত্যযোগ শুভ।
 
স্বাস্থ্য
বাতের ব্যথা নিয়ে সমস্যা বাড়তে পারে। পেটের সমস্যার যোগ আছে।
 
পরিবার
পরিবারে সম্পত্তি নিয়ে জটিলতা কমবে। পারিবারিক সমস্যার সমাধানের যোগ।
 
শিক্ষা
ছাত্রদের জন্য শুভ বছর। উচ্চশিক্ষার বাধা কাটবে।
 
ব্যবসা ও চাকরি
নতুন ব্যবসা ও চাকরির যোগ আছে। আর্থিকযোগ শুভ। আর্থিক উন্নতির সম্ভাবনা আছে।
 
মীন:  (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)  লগ্নপতি:  বৃহস্পতি, শুভ রং: নীল

প্রেম ও দাম্পত্য
প্রেমের জন্য নতুন বছর শুভ। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের।
 
স্বাস্থ্য
বাতের সমস্যা থাকলেও বড় কোনো সমস্যার যোগ নেই।
 
পরিবার
সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হবে। পারিবারিক সম্পত্তি প্রাপ্তির যোগ আছে।
 
শিক্ষা
শিক্ষার ক্ষেত্রটি শুভ। শিক্ষা নিয়ে বিদেশ ভ্রমণের যোগ আছে।
 
ব্যবসা ও চাকরি
চাকরির ক্ষেত্রটি শুভ। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও সাফল্য পাবেন। নতুন চাকরি ও নতুন ব্যবসার সম্ভাবনা।

নতুন বছর সবার ভালো কাটুক। প্রতিটি দিন শুভ কাটুক। প্রতিটি দিন শুভময় হোক আপনার ও আপনার পরিবারের। জ্যোতিষ রুবাই আছে আপনাদের পাশে।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।