ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বাড়তি আয় বৃশ্চিকের, কর্কট চাকরিজীবীর সুখবর

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
বাড়তি আয় বৃশ্চিকের, কর্কট চাকরিজীবীর সুখবর ছবি: প্রতীকী

আজ কেমন যাবে
তারিখ: ১১/০৫/২০১৮

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
ব্যবসায় নতুন কারও সাহায্য পেতে পারেন। মূল্যবান দ্রব্য চুরি হওয়ার সম্ভাবনা।

ভ্রমণের পরিকল্পনা বন্ধ রাখা ভালো। ডাক্তারের খরচ বাড়তে পারে। প্রেমযোগ শুভ।

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
গুরুজনের সঙ্গে বাকবিতণ্ডা থেকে বিরত থাকুন। নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় ব্যয়। সম্পত্তির কেনার ভালো সময়। অর্থ বিষয়ে চাপ বাড়তে পারে।

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
শরীর ভালো-মন্দের মধ্যদিয়ে যাবে। কাজে বাধা। ভোগবিলাসের কারণে খরচ বাড়বে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। আর্থিকযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বিদেশ ভ্রমণের পরিকল্পনা থেকে বিরত থাকুন। ব্যবসার জন্য সপ্তাহটি ভালো। চাকরিজীবীদের সুখবর আসছে। অপরের উপকার করে বদনামের ভাগিদার।

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
প্রতিযোগিতা আসছে। চেষ্টায় সাফল্য লাভ। শরীর খুব একটা ভালো যাবে না। কোমরের নিচের দিকে যন্ত্রণা। কর্মে ব্যাঘাত। প্রেমযোগ শুভ।

সিংহ কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
এগিয়ে যাওয়ার উদ্যম বাড়বে। দিনটি প্রেম ও দাম্পত্য জীবন ঝগড়া-ভালোবাসার ভিতর দিয়ে কাটবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। ভ্রমণে আনন্দ।

কন্যা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শরীরের কারণে কাজের ক্ষতি। পড়াশুনার জন্য ভালো সুযোগ আসছে। শত্রুর কারণে বাড়িতে অশান্তি। প্রিয়জনের ব্যবহারে মনোকষ্ট।

তুলা বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ। ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক। বাড়িতে অতিথি আগমন। খরচ বাড়বে। প্রেমযোগ মিশ্র।

বৃশ্চিক ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অহেতুক ঝগড়া থেকে বিরত থাকুন। মাথা ঠাণ্ডা রাখুন। পড়াশোনায় বাধা। ব্যবসায় মিশ্রযোগ। আয় বাড়লেও খরচের জন্য সঞ্চয়হীন। প্রেমযোগ শুভ।

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
খরচ বাড়বে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। প্রেম নিয়ে অশান্তি।
 
কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
শরীরে যন্ত্রণা বাড়বে। পড়াশোনায় অমনোযোগ। বাবার সঙ্গে বিবাদ। সন্তানের বিষয়ে ভালো খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় বিপদ থেকে উদ্ধার পাবেন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়বে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক থাকুন। চিকিৎসার কারণে অর্থ খরচ।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।