ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ঠাণ্ডা থেকে দূরে থাকুন কন্যা, মীনের হজমে সমস্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ১১, ২০১৮
ঠাণ্ডা থেকে দূরে থাকুন কন্যা, মীনের হজমে সমস্যা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১২/০৫/২০১৮

মেষমেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)   
শুভ অনুষ্ঠানে যোগদান। দৈনন্দিন কাজে অমনোযোগ।

ব্যবসায়ে আত্মবিশ্বাস। প্রেমের জন্য দিনটি ভালো। যাত্রাযোগ শুভ।

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
সরকারি বিষয়ে আশানুরূপ ফল। বাবার থেকে লাভ হওয়ার সম্ভাবনা। মানসিক ভাবে সুস্থির থাকবেন। হজম সংক্রান্ত সমস্যায় ভোগাবে। প্রেমযোগ মিশ্র।

মিথুনমিথুন: (২২মে–২১ জুন) 
পরিশ্রম অনুসারে ফল পাবেন না। তবে উৎসাহ উদ্দীপনায় কোনও ঘাটতি দেখা দেবে না। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা ও উৎসাহ হীনতা।

কর্কটকর্কট: (২২ জুন–২২ জুলাই) 
প্রেমের জন্য আনন্দ বার্তা বয়ে আনবে। অসম্পূর্ণ কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা। প্রেম নিয়ে সমস্যার।  

সিংহসিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  
শারীরিক অবনতি। হজমে সমস্যা। প্রেমের সফলতায় উদ্বুদ্ধ বোধ। যাত্রাযোগ শুভ। ব্যবসায়ে মঙ্গল। অহেতুক রাগ।  

কন্যাকন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)  
সমস্যার সম্মুখীন। আত্মীয়ের থেকে সুখবর আনন্দ দেবে। প্রেমযোগ শুভ। সন্তানকে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা। ঠাণ্ডা জাতীয় রোগে ভোগান্তি।

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) 
বিতর্কিত বিষয়ে মুখ বন্ধ রাখাই শ্রেয়। দিনটি শান্তিপূর্ণ। পূর্বপরিকল্পনা ছাড়া নতুন প্রকল্পে বিপত্তি। প্রেমযোগ শুভ।

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর) 
প্রেম নিয়ে প্রবলভাবে অনুভূতিশীল হয়ে পড়তে পারেন। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা। হঠাৎ প্রাপ্তি। ব্যবসায়ে শুভ। ধর্মীয় কাজে মননিবেশ।

ধনুধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) 
দিনটায় আলস্য ঘিরে ধরতে পারে। প্রেম নিয়ে দোদুল্যমান মানসিকতা। সন্তানের বিকাশ নিয়ে পরিকল্পনা। কর্মে মিশ্র যোগ। যাত্রাযোগ শুভ।

মকরমকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)  
নতুন কাজে মননিবেশ। সামাজিকতায় নেতৃত্ব দেওয়ার মনভাব। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা। সন্ধ্যার পর আপনি সময়টিকে উপভোগ। প্রেমের সম্পর্কে উন্নতি।

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)  
ব্যবসায়ীদের জন্য দিনটি প্রতিশ্রুতি বহন। অপ্রত্যাশিত আর্থিক লাভ। ব্যবসায় প্রতিদ্বন্দ্বিদের পরাজিত। আর্থিকযোগ শুভ। প্রেমযোগ শুভ।

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
মনের মানুষের সঙ্গে কেনাকাটায় ব্যস্ততা। হঠাৎ প্রাপ্তি। হজমে সমস্যা। দাম্পত্যে শুভ। সন্তারের কারণে মনে প্রফুল্লতা।   

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১২, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।