ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সঠিক সিদ্ধান্তে লাভ সিংহের, মকরের ব্যবসায় প্রসার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ১৮, ২০১৮
সঠিক সিদ্ধান্তে লাভ সিংহের, মকরের ব্যবসায় প্রসার আজকের রাশিফল

আজ ৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১৯ মে ২০১৮ ইং এবং ২ রমজান ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি : শুক্ল চতুর্থী, নক্ষত্র : পুনর্বসু। সূর্যোদয় ৫:১৬ ও সূর্যাস্ত ৬:৩৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা বৃষ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ দেওয়ান লিটন চিশতী।

মেষমেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
নিজেকে সংযত রাখবেন। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে।

একচেটিয়া ব্যবসায় যারা রয়েছেন তাদের দুশ্চিন্তার কারণ ঘটতে পারে।  

বৃষবৃষ: ২১ এপ্রিল - ২০ মে
কন্যার ব্যাপারে আনন্দিত হতে পারেন। প্রতিযোগিতামূলক কাজের সাফল্য পাবেন। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার স্বপ্ন সফল হতে পারে।

মিথুনমিথুন: ২১ মে - ২০ জুন
পরীক্ষার্থীরা শুভফল প্রত্যাশা করতে পারেন। বিশেষ কোনো ব্যাপারে উৎসাহিত হতে পারেন। মানসিক অবসাদে কাজকর্মের ক্ষতি হতে পারে।  

কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে। প্রিয়জন সান্নিধ্যে আনন্দলাভ। আপনার ভুলের জন্য কোনো কাজে ত্রুটি দেখা দিতে পারে।

সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
সঠিক সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। নতুন যারা চাকরিতে যোগদান করেছেন তারা এখনই কোনো সহযোগিতা পাবেন না।  

কন্যাকন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
পারিবারিক কোনো সমস্যা মেটাতে পারবেন। কোনো সন্তানের ব্যাপারে উদ্বেগের মধ্যে থাকবেন। নিজের স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক থাকবেন।  

তুলাতুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
বেসরকারি চাকরিতে জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক নেতারা বিরোধিতার মধ্যেও এগিয়ে যাওয়ার সমর্থন পাবেন। নিজের উপর বিশ্বাস রেখে চলবেন।
 
বৃশ্চিকবৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
উচ্চশিক্ষারত ছাত্র-ছাত্রীদের সময়টা অনুকূল। কেউ আপনার ক্ষতির চেষ্টা করবে। কারও প্ররোচণায় ভুলবেন না। সৎ বন্ধুর সহযোগিতা পাবেন।  

...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
আপনার বিচক্ষণতা ও পরিশ্রমে অনেক সমস্যার সমাধান হবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে। ব্যবসায় উন্নতির ফলে অর্থলাভ হবে।

..মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
বিশিষ্ট কোনো ব্যক্তির সহায়তায় ব্যবসায় প্রসার ঘটবে। বিশেষ কোনো কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হবে। পুরনো কোনো সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা। কোনো বন্ধুর সহানুভূতি পাবেন।

..কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
অন্যের কোনো কাজের দায়িত্ব নিয়ে নিজে বিপদে পড়তে পারেন। হঠাৎ কোনো সংবাদে চিন্তা বাড়বে। চাকরিক্ষেত্রে আয়-উপার্জন বাড়বে।

..মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতিষ্ঠা পাবেন। ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু অর্থ হাতে আসবে। পারিবারিক সদস্যদের থেকে সাহায্য পাবেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।