ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

চাকরিক্ষেত্রে পরিশ্রম মেষের, চিন্তা বাড়বে সিংহের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ২০, ২০১৮
চাকরিক্ষেত্রে পরিশ্রম মেষের, চিন্তা বাড়বে সিংহের সোমবারের রাশিফল

আজ ৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ২১ মে ২০১৮ ইং এবং ৪ রমজান ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : শুক্ল সপ্তমী, নক্ষত্র : অশ্লেষা। সূর্যোদয় ৫:১৫ ও সূর্যাস্ত ৬:৩৭। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী

মেষমেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
চাকরিক্ষেত্রে পরিশ্রম বাড়বে। ব্যয়বাহুল্যের ফলে মানসিক শান্তি বিঘ্নিত হবে।

ধৈর্য ও পরিশ্রমে কাজকর্মে সাফল্য লাভ করতে হবে।  


বৃষবৃষ: ২১ এপ্রিল - ২০ মে
পুরনো কোনো সমস্যার সমাধান করতে পারবেন। দালালিতে অর্থপ্রাপ্তির যোগ। ব্যবসাক্ষেত্রে আয় বৃদ্ধি। শরীর ভালো যাবে না।


মিথুনমিথুন ২১ মে - ২০ জুন
ব্যবসায় ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধা হবে না। অপত্যসুখ লাভ করবেন। শরীরের প্রতি যত্ন নেবেন। আর্থিক ব্যাপারে কোনো সমস্যা আসতে পারে।  


কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
পরিবারের কোনো বিশেষ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো কারণে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কাজকর্মে মন বসবে না।


সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
বাবা-মায়ের শরীর ভালো যাবে না। চিন্তা বাড়বে। কোনো আত্মীয়ের কাছে আর্থিক সহযোগিতা পাবেন। হঠাৎ সমস্যায় পড়তে পারেন।  


কন্যাকন্যা: ২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর
সাবধান থাকুন। চাকরিক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। বিভিন্ন কারণে অর্থব্যয় হওয়ার ফলে সঞ্চয়ের আশা নেই। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মাতনৈক্য হতে পারে।


তুলাতুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
কাজকর্মে চাপ থাকলেও সব শেষ করতে পারবেন না। আর্থিক অসুবিধা দেখা দিতে পারে। কোনো বন্ধুর সাহচর্যে আনন্দ পাবেন। ভ্রমণ শুভ।    


বৃশ্চিকবৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
চলাফেরায় অথবা যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় সতর্ক থাকবেন। আপনার প্রণয় বিবাহে পরিণত হতে পারে। বিভিন্ন কারণে ব্যয় বাড়বে।


...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
ক্রীড়াবিদদের চাকরির সুযোগ আসবে। প্রেমে সফলতা আসবে। নতুন লাভজনক কাজের সুযোগ পাবেন। আত্মীয় সমাগমে ব্যস্ত হতে পারেন।  


..মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
মজুতদারি ব্যবসায় লাভ হতে পারে। সরকারি চাকরিক্ষেত্রে কোনো সংবাদে বিচলিত হতে পারেন। অপ্রত্যাশিত জায়গায় বদলির সম্ভাবনা। প্রেমে বদনাম পাবেন।


..কুম্ভ ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
নিজের ভাগ্য নিজেকে গড়ে নিতে হবে। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে প্রতিষ্ঠা লাভ করবেন। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।  


..মীন ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
নতুন যোগাযোগের ফলে অর্থোপার্জনের সুযোগ আসবে। ব্যবসার দিক থেকেও শুভফল পাবেন। আয় বাড়বে। শুভ ফল। পারিবারিক কোনো সমস্যা আসতে পারে। কাউকে সাহায্য করে নিজে বিপদে পড়তে পারেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।