ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

দুশ্চিন্তায় থাকবেন মকর, মিথুনের বিদেশযাত্রার সুযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ২৯, ২০১৮
দুশ্চিন্তায় থাকবেন মকর, মিথুনের বিদেশযাত্রার সুযোগ আজকের রাশিফল

আজ ১৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ৩০ মে ২০১৮ ইং এবং ১৩ রমজান ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : কৃষ্ণ প্রতিপদ, নক্ষত্র : জ্যৈষ্ঠা। সূর্যোদয় ৫:১৩ ও সূর্যাস্ত ৬:৪১। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী

মেষ মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
অধ্যাপক ও আইনজ্ঞদের যশ-প্রতিপত্তি বাড়বে। সামাজিক কাজে সুনাম ও অনেকের সহযোগিতা পাবেন।

সক্রিয় রাজনীতির ফলে শত্রু বাড়ার সম্ভাবনা।

বৃষ বৃষ: ২১ এপ্রিল - ২০ মে
চাকরিক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে সুখ্যাতি পাবেন। সম্পত্তির ব্যাপারে সমস্যা দেখা দেবে। চিকিৎসকদের চিকিৎসায় নাম-যশ বাড়বে। কর্মক্ষেত্র শুভ হলেও আকস্মিক সমস্যা।

মিথুন মিথুন: ২১ মে - ২০ জুন
নতুন কাজে হাত দেওয়ার আগে নিজের সামর্থ্য সম্বন্ধে চিন্তা করবেন। সাহিত্যিকদের শুভ বলা যায় প্রযুক্তিবিদদের দক্ষতা বৃদ্ধি ও বিদেশ যাওয়ার সুযোগ আসবে।

কর্কট কর্কট: ২১ জুন - ২০ জুলাই
মৌলিক গবেষণার কাজের সফল হবেন। সহকর্মীদের সহযোগিতা পেলেও কেউ ঈর্ষান্বিত হতে পারে। পুরনো কোনো রোগ মাথাচাড়া দিতে পারে।

সিংহ সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
বাবা-মায়ের শরীর অসুস্থ হলে অবহেলা করবেন না। চাকরিক্ষেত্রে উন্নতির যোগ। কারখানায় নিযুক্ত ব্যক্তিরা সাবধানে কাজকর্ম করবেন।

কন্যা কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। কোনো কোম্পানির মালিক বা পরিচালকদের অসুবিধায় পড়ার আশঙ্কা। শিক্ষার্থীদের নতুন কোনো সুযোগ আসতে পারে।

তুলা তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
সচ্ছলতা না থাকলেও অসুবিধা হবে না। আহারের কারণে পেটের সমস্যায় পড়বেন। চাকরিতে কোনো কাজ সুষ্ঠুভাবে পালন করে সুনাম পাবেন।

বৃশ্চিক বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
চাকরিক্ষেত্রে কিছু সমস্যা মিটবে। সামাজিকতায় বা লৌকিকতায় অর্থ ব্যয়ের যোগ। কোনো সন্তানের পারদর্শিতায় গর্বিত হতে পারেন।

... ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
আয়কর, বিমা দপ্তরে নিযুক্তদের পদোন্নতির যোগ। হঠাৎ কারও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ঠাণ্ডা মাথায় কাজ করবেন।
 
.. মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
দুশ্চিন্তায় থাকবেন। অযথা কাউকে তিরস্কার করে পরে অনুতপ্ত হবেন। কাজ-কর্মে চাপ থাকলেও আশানুরূপ অর্থ হাতে আসবে না।

.. কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
জীবনে হতাশা আসতে পারে। কোনো ব্যবসায়ীর সাহায্যে ব্যবসায় উন্নতি করতে পারবেন। বস্ত্র ও প্রসাধনী দ্রব্যে লাভ করতে পারেন।

.. মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
আপনার কোনো হিতৈষীর জন্য শোক পেতে পারেন। প্রবাসে থাকা কোনো সন্তানের জন্য চিন্তা হবে। রাজনৈতিক সংঘর্ষে আহত হওয়ার সম্ভাবনা।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।