ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মিথুনের ভ্রমণ শুভ, কাজের স্বীকৃতি পাবেন তুলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ৩০, ২০১৮
মিথুনের ভ্রমণ শুভ, কাজের স্বীকৃতি পাবেন তুলা রাশিফল

আজ ১৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ৩১ মে ২০১৮ ইং এবং ১৫ রমজান ১৪৩৯ হিজরি রোজ বৃহস্পতিবার, তিথি: কৃষ্ণ দ্বিতীয়া, নক্ষত্র: মূলা। সূর্যোদয় ৫:১২ ও সূর্যাস্ত ৬:৪২। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা।

মেষমেষ ২১ মার্চ - ২০ এপ্রিল
আর্থিক ব্যাপারে দুশ্চিন্তার কারণ আছে। কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে।

উচ্চপদের চাকরিজীবীদের কোনো সমস্যা আসতে পারে। শরীরের দিকে লক্ষ্য রাখবেন। কোনো শুভ যোগাযোগের ফলে সাংসারিকক্ষেত্রে উন্নতির সম্ভাবনা।

বৃষবৃষ ২১ এপ্রিল - ২০ মে
কলকারখানায় কাজ করার সময় সতর্ক থাকবেন। শিক্ষকদের আর্থিক উন্নতির যোগ আছে। গৃহের কোনো জিনিস চুরি যাওয়ার আশঙ্কা আছে।
 

মিথুনমিথুন ২১ মে - ২০ জুন
অসুখে আলস্য দেখাবেন না। প্রকাশকদের কোনো সমস্যা আসতে পারে। জমি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণ শুভ হবে।

কর্কটকর্কট ২১ জুন - ২০ জুলাই
মানসিক দুশ্চিন্তা বাড়বে। ঠাণ্ডা মাথায় সব কাজ করবেন। বিবাহিত কন্যার জন্য দুর্ভাবনা হবে। হঠাৎ কোনো কারণে বাইরে যেতে হতে পারে।

সিংহসিংহ ২১ জুলাই - ২১ আগস্ট
শরীর সম্পর্কে সাবধান থাকবেন। খেলাধুলায় উন্নতির যোগ। পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের সাফল্য লাভ হবে। পারিবারিক ক্ষেত্র অবশ্য শুভ নয়।

কন্যাকন্যা ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
সন্তানদের ব্যাপারে শুভফল আশা করতে পারেন। গবেষণা কাজে সাফল্য আসবে। রাজনৈতিক কোনো সমস্যার সমাধান হতে পারে। জনসেবামূলক কোনো কাজে যোগদান করতে পারেন। রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করবেন।

তুলাতুলা ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন। পারিবারিক ক্ষেত্রেও শুভ। অভিনেতা ও অভিনেত্রীদের সুনাম বৃদ্ধি পাবে। দেশের বাইরে যাবার সম্ভাবনা আছে। নতুন ব্যবসার কারণে বাইরে যাবার প্রয়োজন হতে পারে।

বৃশ্চিকবৃশ্চিক ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি ঘটবে, প্রেমের ক্ষেত্রে বাঁধা আসার সম্ভাবনা।

...ধনু ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
মিথ্যা অপবাদ পেতে পারেন। হঠাৎ কোনো বিরোধিতার সম্মুখীন হতে পারেন। প্রেমে ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি।

..মকর ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
আর্থিক উন্নতি ঘটতে পারে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। কোনো খারাপ সংবাদ লাভ করতে পারেন। কাজে সাফল্য লাভ করবেন। অবিবাহিতদের বিবাহের অগ্রগতি ঘটবে।

..কুম্ভ ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করবেন না। নিজের কর্মক্ষমতার উপর আস্থা রাখবেন। শরীর সম্বন্ধে সতর্ক থাকতে হবে।

..মীন ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
ভ্রমণে বিপদের আশঙ্কা আছে। জনসেবামূলক কাজে বিশেষ সুনাম অর্জন করবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। অহেতুক কারোর কাজের দায়িত্ব নিলে বিপদে পড়বেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।