ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

পরীক্ষায় সাফল্য পাবেন মীন, মেষের ব্যবসায় ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
পরীক্ষায় সাফল্য পাবেন মীন, মেষের ব্যবসায় ক্ষতি রাশিফল

আজ ১০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৪ জুন ২০১৮ ইং এবং ৮ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ রবিবার, তিথি: শুক্ল দ্বাদশী, নক্ষত্র: বিশাখা। সূর্যোদয় ৫:১৪ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এ দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা। 

প্রকৃতিগত ভাবে আপনি: মাঝে মাঝে কাজে মন না দেওয়া, আলস্যভাবে নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করা, কাজের গাফলতি, গ্রাহ্য না করা, অত্যন্ত আমোদে দিন কাটানো এসব পরিত্যাগ করে মনস্থির করে সৎপথে সৎকর্ম দ্বারা অগ্রগতি হলে জীবনে বহু উন্নতি হবে।

..মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
বস্ত্র ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা।

পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অমনোযোগী হওয়া উচিত নয়। কারো প্ররোচণায় কাজে অর্থ বিনিয়োগ করবেন না।  

..বৃষ: ২১ এপ্রিল - ২০ মে
স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। কাজের চাপ বৃদ্ধি পাবার ফলে কর্মী সংখ্যা বাড়াতে হবে। বেসরকারি চাকরিতে কোনো সমস্যা দেখা দিতে পারে।  

...মিথুন: ২১ মে - ২০ জুন
উদারতার ফলে কিছু অর্থব্যয় হবে। কাজকর্মের সাফল্যের ফলে আনন্দ অনুভব করবেন। সাংবাদিকদের পরিশ্রম হলেও সাফল্য ও সুনাম আসবে।  

...কর্কট: ২১ জুন - ২০ জুলাই
অনেক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সুযোগ আসবে। কারো প্রতি আসক্তি বাড়বে। ভ্রমণ শুভ। সরকারি চাকরিতে কোনো সংবাদে চিন্তিত করতে পারে।  

...সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
মূল্যবৃদ্ধির ফলে ব্যবসায়ে লভ্যাংশ কমবে। মানসিক শান্তি বিঘিœত হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। কোন মামলার জন্য অর্থব্যয় হতে পারে।  

..কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
তর্ক-বিতর্ক এড়িয়ে চলবেন। হৃত সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা আছে। পরিবারের সাহায্য পাবেন। সতর্ক থাকুন। পারিবারিক ব্যয় বৃদ্ধি পেলেও প্রয়োজন মেটাতে পারবেন।  

..তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি পাবে। বেকারদের সাময়িক কাজের সুযোগ আসবে। পিতার সঙ্গে কোনো কারণে মতবিরোধ দেখা দিতে পারে।  

...বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
কোনো বিষয়ে অনুতপ্ত হবেন। আয় বৃদ্ধি পাবে। রাজনৈতিক ক্ষেত্রে সুনাম হলেও আপনাকে নিয়ে সমালোচনা হবে। ভ্রমণ শুভ নয়। দৈনন্দিন কাজকর্মে ও ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে।

...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
কারোর ব্যাপারে কৌতুহল দেখাবেন না। স্বাস্থ্যের যত্ন নেবেন। আপনার রাজনৈতিক প্রভাবে ঈর্ষান্বিত হয়ে কেউ আপনার ক্ষতির চেষ্টা করবে।  

...মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। স্বাস্থ্য খুব একটা ভাল যাবে না। চাকরিক্ষেত্রে কোন কারণে অসন্তোষ দেখা দিতে পারে।

...কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
কোনো বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজকর্মে সাফল্য আসবে। দৈনন্দিন কাজকর্মে কিছু শুভফল পাবেন। হঠাৎ অর্থ পেতে পারেন।  

...মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
কোনো বন্ধুর দ্বারা ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে। কারোর প্রতি অন্ধবিশ্বাস ক্ষতির কারণ হবে। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক অসুবিধা দেখা দেবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।