ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

মীনের কাজের চাপ, ধনুর লৌকিকতায় ব্যয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
মীনের কাজের চাপ, ধনুর লৌকিকতায় ব্যয় সোমবারের রাশিফল

আজ ১৯ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৩ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২২ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ সোমবার, সূর্যোদয় ৫:৪২ ও সূর্যাস্ত ৬:১৬। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী

..মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
কোনো নতুন উদ্যোগে বাধা পেলেও নিরাশ হবেন না। কর্মক্ষেত্রে বিশিষ্ট কারো সহায়তা ও সমর্থন লাভ করবেন।

কারো দায়িত্ব নিয়ে বিপদাপন্ন হওয়ার আশঙ্কা।


..বৃষ: ২১ এপ্রিল - ২০ মে
পারিবারিক কারণে অশান্তি ভোগের আশঙ্কা রয়েছে। একসময় যাদের উপকার করেছেন তাদের কোনো ব্যবহারে মানসিক দুঃখ পেতে পারেন।  


...মিথুন: ২১ মে - ২০ জুন
শরীর-স্বাস্থ্যের ব্যাপারে প্রস্রাব, কিডনি ধাতুগত রোগ, হাঁপানি, হার্নিয়া, অস্ত্রোপচার ও দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গের যোগ প্রবল। লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ায় সঞ্চয় হবে কম।


...কর্কট: ২১ জুন - ২০ জুলাই
কোন রাজনৈতিক ব্যাপারে নির্লিপ্ত থাকার চেষ্টা করবেন। সবাই আপনাকে দলে নেবার চেষ্টা করবে। নিজেকে সংযত ও সতর্ক রাখবেন। বিবাহের ব্যাপারে আরো চিন্তা করা দরকার।


...সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষভাবে চিন্তা করবেন। ব্যবসাক্ষেত্রে শ্রমিক-কর্মচারীর কারণে কিছু সমস্যা আসতে পারে।  


..কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে।  


..তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে।


...বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
রাজনীতির দিকে ঝুঁকতে পারেন। সমাজসেবায় বিশেষ সুনাম পাবেন। সাংবাদিকদের কর্মক্ষেত্রে মনের উপর চাপ সৃষ্টি করবে। ওষুধপত্র ব্যবসায়ীদের পক্ষে লাভের সুযোগ আসবে।


...ধনু ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
শরীর-স্বাস্থ্যের ব্যাপারে টাইফয়েড, জলাতঙ্ক, বদহজম দুর্ঘটনাজনিত শারীরিক আঘাতপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে।


...মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
যানবাহন মেরামত সংক্রান্ত ব্যয় বাড়বে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দাম্পত্য জীবন বেশ সুখেই কাটবে।


...কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
শরীর-স্বাস্থ্যের ব্যাপারে মানসিক বিষাদ, রক্তাল্পতা, শির ঘূর্ণন ও দুর্ঘটনাজনিত অঙ্গ-প্রত্যঙ্গহানি হওয়ার সম্ভাবনা।


...মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
ব্যবসা বা নতুন কাজকর্মের প্রয়োজনে বাইরে যেতে পারেন, শারীরিক ক্লান্তি আসবে। কাজের চাপে পরিশ্রম বাড়বে। জমি-জমা সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা আসতে পারে।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।