ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাশিফল

কেমন যাবে আপনার আজকের দিন

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৫, নভেম্বর ১৩, ২০২১
কেমন যাবে আপনার আজকের দিন

আজ ২৮ কার্তিক ১৪২৮, ১৩ নভেম্বর ২০২১, ০৬ রবিউস সানি ১৪৪৩ হিজরি রোজ শনিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।

জেনে নিন আপনার আজকের রাশিফল

মেষ:

কাজের চাপ থাকবে। কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। স্বজন বিষয়ে উদ্বেগ। কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

বৃষ:

সামাজিক যোগাযোগ বাড়বে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। অংশীদারের সঙ্গে মতবিরোধ দূর হবে। উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

মিথুন:

কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হবে। কর্মপ্রার্থীদের সুখবর আসতে পারে। হারানো কিছু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন।

কর্কট:

আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা। কোনো গুণের জন্য সমাদৃত হতে পারেন। বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি হবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

সিংহ:

ভূমি, স্থাবর সম্পত্তিসংক্রান্ত আলোচনায় অগ্রগতি। পারিবারিক মনোমালিন্যের অবসান হতে পারে। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। অন্যের প্ররোচনায় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না।

কন্যা:

কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

তুলা:

কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। ব্যবসায়ীদের আয়ের সুযোগ আসবে। কোনো অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে। নিকটজনের অসুবিধায় অর্থ ব্যয় হতে পারে।

বৃশ্চিক:

আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কাজে উৎসাহ বাড়বে। ভুল সংশোধনের সুযোগ পাবেন। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। প্রিয়জনের পাশে থাকুন।

ধনু:

পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। ব্যয় চাপ থাকবে। অতীতের ঘটনা মনে চাপ সৃষ্টি করতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। ধর্ম কর্মে আগ্রহ বাড়বে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

মকর:

কোনো শুভ সংবাদ পেতে পারেন। পারিপার্শ্বিক কারণে ব্যাবসায়িক সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে। আয়ের কোনো উৎস খুঁজে পাবেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে। শরীর ভালো রাখুন।

কুম্ভ:

কোনো যোগাযোগে আর্থিক উন্নতির সম্ভাবনা। ক্যারিয়ারবিষয়ক কাজে অগ্রগতি। ব্যবসায় জটিলতা কাটবে। পুরনো কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। পারিবারিক শান্তি বজায় রাখুন।

মীন:

কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। বিদেশসংক্রান্ত কাজে অগ্রগতি হবে। সামাজিক যোগাযোগ বাড়বে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে পারবেন। পারিবারিক পরিমণ্ডলে গুরুত্ব বাড়বে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।