ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীন-কুম্ভের প্রেমযোগ, সতর্ক হোন মেষ

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
মীন-কুম্ভের প্রেমযোগ, সতর্ক হোন মেষ

আজ ১১ পৌষ ১৪২৮, ২৬ ডিসেম্বর ২০২১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি, রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।  

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে একাধিক কর্মসংস্থানের সম্ভাবনা। দুর্জনের অপচেষ্টা দমনে অগ্রগতি হবে। সন্তানের মতিগতি চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রেমের বিষয়ে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

স্মৃতি বিভ্রাট বা অন্যমনস্কতায় কর্মস্থলে বিড়ম্বনা দেখা দিতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়তে পারে। গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

মিথুন: (২২মে – ২১ জুন)

নতুন পদ্ধতিতে কর্মে অগ্রগতি ত্বরান্বিত হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসানের আশা দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ আছে। প্রিয়জনের আচরণে প্রেম বা দাম্পত্য বিষয়ে অশান্তি দেখা দিতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

সামাজিক ক্ষেত্রে সমস্যা মিটিয়ে সমীহ আদায় করে নিতে পারেন। প্রিয়জনের কাছ থেকে মর্মঘাতী আঘাতের আশঙ্কা আছে। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি বাড়বে। প্রেমযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

কর্মস্থল পরিবর্তনের চেষ্টায় আশার আলো দেখা দেবে। বিষয়-সম্পত্তি নিয়ে জ্ঞাতি বিরোধ দেখা দিতে পারে। প্রেম-প্রণয়ের জটিলতা কেটে শুভ পরিণতির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ আছে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

মিষ্ট বাক্যে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার করতে পারবেন। পরিবারে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন। অন্যের উপকার করে স্বীকৃতি না পাওয়ায় হতাশা বাড়তে পারে। প্রেমযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

সংরক্ষণের ব্যবস্থা সত্ত্বেও মূল্যবান দ্রব্যাদি বেহাত হওয়ার আশঙ্কা। মৌলিক কৌশলে শত্রুর মোকাবিলা করতে পারবেন। বন্ধুর পরামর্শ সাংসারিক জীবনে কিছুটা হলেও শান্তি এনে দিতে পারে। প্রেম নিয়ে বন্ধুর সাহায্য পাবেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ আছে। নিজস্ব প্রতিভার মাধ্যমে সম্মান ও প্রতিষ্ঠা পাবেন। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ দিন। দাম্পত্য–প্রেমযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর)

বহু শ্রমযোগে কর্মক্ষেত্রে অগ্রগতির স্বীকৃতি লাভ করবেন। প্রেম-প্রণয়ে সমস্যা মিটে যেতে পারে। অতি অভিমান থেকে একাকীত্ব বাড়বে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ ক্ষীণ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

বিতর্ক-বিবাদের পরিণাম গুরুতর হতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল নাও হতে পারেন। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আজকের দিন ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। বহু বাধার পরে কর্মে উন্নতির সুখবর মিলতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। প্রেমযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

স্ব নিযুক্তি প্রকল্পে সাফল্যের সূত্রে পুরস্কার মিলতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদে ভাই-বোনের সঙ্গে সম্পর্কহানির সম্ভাবনা আছে। অর্শ জাতীয় রোগে দুর্ভোগ বাড়বে। প্রেমযোগ শুভ।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।