আজ ১৬ শ্রাবণ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ৩১ জুলাই ২০২২ এবং ০২ মহররম ১৪৪৩, রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।
দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে উন্নতি। অবশ্য কর্মপ্রত্যাশী ও বিদেশ গমনেচ্ছুদের করা বিনিয়োগের অর্থ খোয়া যেতে পারে।
বৃষ: ২১ এপ্রিল - ২০ মে
শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে। উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণ হবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় আলাদা হওয়ার আশঙ্কা।
মিথুন: ২১ মে - ২০ জুন
বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার ও নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দেখবে।
কর্কট: ২১ জুন - ২০ জুলাই
বিদেশ গমনের আশায় করা বিনিয়োগের অর্থ খোয়া যাবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। অংশীদারদের সঙ্গে কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় আয় প্রচুর হলেও সঞ্চয় করা কঠিন হবে।
সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে উন্নতি। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ ফল বয়ে আনবে।
কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
আর্থিক ভিত মজবুত হওয়ার সম্ভাবনা কম। ভগ্নি ও জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় মনে স্বস্তি ফিরে আসবে।
তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা আসবে। কর্মে পদোন্নতি, বিদেশ ভ্রমণ, ব্যবসায় সফলতা, হারানো সম্পত্তি পুনরুদ্ধার, সব মিলিয়ে বছরটি বেশ ভালো কাটবে।
বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
কর্মের সুনাম-যশ পদোন্নতির পথ সুগম করলেও ব্যবসা-বাণিজ্যে পুঁজি ও শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে।
ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
শুভ মিশ্রফল। বেকারদের মনে আশার আলো জ্বলবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করলেও কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়ার সম্ভাবনা কম।
মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
একচেটিয়া কারবারীদের ব্যবসাক্ষেত্রে দুর্ভাবনার আশঙ্কা। সম্পত্তি বা জমি-জায়গা নিয়ে কোনো ভাইয়ের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
চাকরিক্ষেত্রে কোনো তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। হিসাব পরীক্ষকের কাজ বা ব্যবসায় যারা নিযুক্ত তাদের বিশেষ সুযোগ আসতে পারে।
মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়া কঠিন হবে।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এনএইচআর