আগরতলা (ত্রিপুরা): রাজনীতিতে জড়িয়ে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে গেলেও চিকিৎসা পেশাকে একেবারেই ছেড়ে দেননি অধ্যাপক ডা. মানিক সাহা।
ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরও নিয়মিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ড. বি আর আম্বেদকর হাসপাতালের দন্ত চিকিৎসার বিভাগে রোগীদের সেবা দিতেন।
এবার নিজেই করলেন রোগীর অপারেশন।
বুধবার(১১ জানুয়ারি) ত্রিপুরা হাসপাতালে গিয়ে এক শিশুর মুখের জটিল অপারেশন করেন তিনি। ওই শিশু তার দলের এক কর্মকর্তার ছেলে।
অপারেশন শেষে আসার পর তিনি বলেন, অপারেশন সফল হয়েছে এবং শিশুটি সুস্থ রয়েছে।
বিজেপির এই নেতা জানান, অপারেশনের সময় ভিন্ন কোনো অনুভূতি হয়নি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে যেভাবে চিকিৎসা করতেন, যে অনুভূতি নিয়ে কাজ করেছেন। সেই অনুভূতিটাই আজ কাজ করেছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি, ২০২৩
এসসিএন/এসএএইচ
Sayed Al Hasan Shimul