ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ভারত

দুই বছর আগে করোনায় মারা গেলেন যুবক, ফিরে এলেন জীবিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
দুই বছর আগে করোনায় মারা গেলেন যুবক, ফিরে এলেন জীবিত ফাইল ফটো

মৃত্যুর পর ফিরে আসা কি সম্ভব? এ অসম্ভব ঘটনাই ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদে! ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় মারা যাওয়া ৩০ বছরের এক যুবক দুই বছর পর জীবিত ফিরে এসেছেন।

ওই যুবকের নাম কমলেশ।

তাকে মধ্যপ্রদেশের ধর জেলায় করোনভাইরাসজনিত কারণে 'মৃত' ঘোষণা করা হয়েছিল। কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুসারে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। নাগরিক কর্তৃপক্ষ দাবি করেছে ওই যুবকের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল।

মৃত্যুর দুই বছর পর কমলেশের বাড়ি ফিরে আসার ঘটনায় হতবাক ও পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে কমলেশ জানান, তিনি আহমেদাবাদে একটি গ্যাংয়ের সঙ্গে ছিলেন। সেখানে প্রতিদিন তাকে একটি নেশাজাতীয় ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হতো।

কমলেশ ফিরে আসার পর তার স্ত্রী ও পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছেন।

এদিকে, ধর জেলার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।