ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ভারত

 ৪০ বছরের রেকর্ড বৃষ্টিতে অচল দিল্লি, মৃত্যু ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
 ৪০ বছরের রেকর্ড বৃষ্টিতে অচল দিল্লি, মৃত্যু ১৫

উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি অঞ্চলে শনিবার (৮ জুলাই) ও রোববার (৯ জুলাই) প্রবল বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে বৃষ্টি।

প্রবল বৃষ্টিতে শহরের পার্ক, আন্ডারপাস, মার্কেট এমনকি হাসপাতাল চত্বর পানিতে তলিয়ে যায়। রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা ১৯৮২ সালের পর জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাপ। উত্তর-পশ্চিম ভারতে গত দুই দিন ধরে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। এছাড়া উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান ও পাঞ্জাবের অনেক এলাকায় কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, উত্তর ভারতের বিভিন্ন অংশে ভারী বর্ষণ ও প্রবল বাতাসের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমা মৌসুমী বায়ুর প্রভাবে দিল্লীসহ উত্তর-পশ্চিম ভারতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। গত দুইদিন এসব অঞ্চলে এ মৌসুমে প্রথম এত ভারী বৃষ্টিপাত হলো।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, জুলাই মাসের প্রথম আট দিনে ভারতের অনেক জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিপাত সারাদেশের জন্য ছিল সহনীয় পর্যায়ে।

২০০৩ সালের ১০ জুলাই দিল্লিতে ১৩৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সর্বকালের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল ১৯৫৮ সালের ২১ জুলাই, তা ছিল ২৬৬.২ মিলিমিটার।

আবহাওয়া অফিস হলুদ সতর্কতা সংকেত জারি করেছে। এটি হলো মাঝারি বৃষ্টির সতর্কতা, যা দিল্লির বাসিন্দাদের আরও সমস্যা সৃষ্টি করতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।