কলকতা: ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমি কিছু বলবো না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জি-টোয়েন্টি অংশ বিশেষ ‘গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট-২০২৩’ (জিএসএম) অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৯ অক্টোবর দিল্লির প্রগতি ময়দানে। সোমবার (১৪ আগস্ট) কলকাতার একটি হোটেল থেকে তৃতীয়বারের মতো সেই সামিটের সূচনা করেন কেন্দ্রীয় বন্দর ও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সেখানেই তিনি এসব কথা বলেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে হতে যাওয়া জিএসএম অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশসহ ১০০টি দেশ ও জলবন্দরের সঙ্গে যুক্ত ৭০০টি স্টেকহোল্ডারকে। তার অভিমত, ভারতের সবচেয়ে পুরোনো বন্দর কলকাতার পোর্ট দেশটির বিভিন্ন রাজ্যের পাশাপাশি ১০০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোয় বড় ভূমিকা রেখেছে। এ বড় ভূমিকা রাখার কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত-বাংলাদেশ জলপথে। প্রতিবছর এ পোর্ট হয়ে বাংলাদেশে প্রায় ৫ মিলিয়ন মেট্রিকটন ফ্লাই অ্যাশ, খাদ্যশস্য ও এমসিজি কার্গো যাতায়াত করে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ভারতের উত্তর-পূর্ব এলাকায় কার্গো পরিবহনে কলকাতা বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত ও বাংলাদেশ সরকার উভয়ই হাতে হাত মিলিয়ে কাজ করছে। আমরা একটা টেকসই পদ্ধতিতে কার্গো বিষয়ে আরও উন্নত হওয়ার দিকে কাজ করে চলেছি।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
ভিএস/আরবি