ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

অনুপ্রবেশকারী সন্দেহে আগরতলায় দুই বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ২২, ২০২৪
অনুপ্রবেশকারী সন্দেহে আগরতলায় দুই বাংলাদেশি আটক

আগরতলা (ত্রিপুরা): অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরার রাজধানী আগরতলার রেলওয়ে স্টেশন থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। এরা হলেন নার্গিস আক্তার ও মেহেদী হাসান।

তাদের বাড়ি বাগেরহাটে।

রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) দুজনকে আটক করে বলে বুধবার (২২ মে) আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস সংবাদমাধ্যমকে জানান।

তিনি বলেন, নিয়মিত তল্লাশির সময়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে সন্দেহভাজন এক পুরুষ ও এক নারীকে দেখতে পায় পুলিশ। তারা দিল্লিগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে কি না সে সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দুজন বাংলাদেশের নাগরিক। তখন তাদের গ্রেপ্তার করা হয়।

এদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসসিএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।