ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ভারত

ইলিশ আসার খবরে খুশি পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
ইলিশ আসার খবরে খুশি পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা

কলকাতা: সারদীয় দুর্গাপূজার উৎসবে মেতে উঠতে পশ্চিমবঙ্গের বাসিন্দারা এখন প্রহর গুনছেন। গত পাঁচ বছর ধরে পূজার উৎসব সুস্বাদু করে তুলেছে বাংলাদেশের ইলিশ।

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সব ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে আসা শুরু করবে বাংলাদেশের রুপালি ফসল। এতে খুশি ভারতের মাছ ব্যবসায়ীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেছেন, প্রত্যেক বছরের মতো এ বছরও বাংলাদেশ সরকারকে আবেদন করেছিলাম, পূজা উপলক্ষে আমাদের যেন ইলিশ মাছ দেয়। কিন্তু, তারপর থেকে আমরা অনেক হতাশাজনক খবর পাচ্ছিলাম। মনে হয়েছিল, এই বছর হয়তো পশ্চিমবঙ্গে ইলিশ আসবে না। অবশেষে এদিন আমরা সুখবরটা পেলাম। বাংলাদেশ তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে।

তবে পূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ আসায় দাম কমে যাবে ভারতের ইলিশের। এতে বাজার হারানোর ভয়ে মনোক্ষুণ্ণ একদল ভারতীয় ব্যবসায়ী। অপরদিকে বাংলাদেশের ইলিশ পশ্চিমবাংলার বাজারে আসার খবরেই খুশি ভারতের সিংহভাগ মাছ ব্যবসায়ী।

তাদের অভিমত, দাম যতই বেশি হোক পূজার মৌসুমে মানুষ ভালোমন্দ খেতে ভালোবাসে। তার ওপর ভারতীয় ইলিশের থেকে বাংলাদেশের ইলিশের স্বাদ অনেক ভালো। ফলে এ সময়টা চাহিদা যেমন বেশি থাকে তেমন বাড়তি লক্ষ্মী লাভ হয়!

সব ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করবে বাংলাদেশের ইলিশ। এ বিষয়ে আনোয়ার মাকসুদ বলেন, এই মুহূর্তে যা বুঝতে পারছি, বাংলাদেশের ইলিশ ভারতীয় বাজারে পাইকারিতে কেজিপ্রতি চলবে ১৫০০-১৬০০ রুপি। খুচরা বাজারে দুই হাজার থেকে ২২০০ রুপি পড়বে। তবে এবারও কম সময় থাকায় সম্ভবত তিন হাজার টন ইলিশের পুরোটা আনতে পারব না। গত বছর ৩৯৫০ টন ইলিশের অনুমতি থাকলেও আনতে পেরেছি ৫৮৭ টন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।