ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ভারত

বাংলাদেশি রোগী দেখবে না কলকাতা-ত্রিপুরার দুই হাসপাতাল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
বাংলাদেশি রোগী দেখবে না কলকাতা-ত্রিপুরার দুই হাসপাতাল 

বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা পদদলিত করা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতা এবং ত্রিপুরার দুই হাসপাতাল।

হাসপাতাল দুটি হলো কলকাতার জে এন রায় হাসপাতাল এবং ত্রিপুরার আইএলএস হাসপাতাল।

 

গতকাল (৩০ নভেম্বর) উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলের জে এন রায় হাসপাতালের  হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত কলকাতায় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা একটি বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা স্থগিত করেছেন। মূলত ভারতকে অপমান ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে এটা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।  

পাশাপাশি একজন চিকিৎসকও বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দিয়েছেন। ইন্দ্রনীল সাহা নামের ওই চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, বুয়েট ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে। চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখব, সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকেরাও তা–ই করবেন।  

কলকাতার মতই ত্রিপুরার আইএলএস হাসপাতালও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা করেছে। শনিবার (৩০ নভেম্বর)  তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতালটি একটি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল।  

বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করলে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেন।

আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও এবার বন্ধ করা হলো।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।