ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি মন্দিরের কাছে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন।
বুধবার (৮ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের কাছে থাকা একটি স্কুলের সামনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
মন্দিরে প্রবেশের জন্য বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে কয়েক হাজার মানুষ হুড়োহুড়ি শুরু করলে এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।
ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। ভিডিওতে দেখা গেছে, টিকিট সংগ্রহ করতে আসা মানুষের ভিড় সামাল দিতে পুলিশ হিমশিম খাচ্ছে।
মন্দিরে ঢোকার জন্য টিকিটপ্রতি সাধারণত ৩০০ রুপি করে নেওয়া হয়। এসব টিকিট অনলাইনে বিক্রি হয়। তবে মন্দিরে প্রবেশের টিকিট ফ্রি ঘোষণা হলে তা নিতে মানুষেরা ধাক্কাধাক্কি শুরু করে। এতেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
ডিস্ট্রিক্ট কালেক্টর এস ভেঙ্কটেশ্বর সাংবাদিকদের বলেন, ‘প্রায় ২ হাজার ৫০০ মানুষ হুড়োহুড়ি করে ফটক দিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় কয়েকজন পড়ে যায়। তারা পদপিষ্ট হন। ’
আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মন্দিরটির তদারকির দায়িত্বে আছে তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি) ট্রাস্ট। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে তারা।
মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান বিআর নাইডু বলেছেন, অতিরিক্ত ভিড়ের কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা।
ট্রাস্টের বোর্ড সদস্য ভানু প্রকাশ রেড্ডি এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেছেন, পাস বিতরণের জন্য আমরা ৯১টি কাউন্টার খুলেছিলাম। তবু এটা ঘটল। মন্দিরের ইতিহাসে এমনটি কখনও ঘটেনি। আমি ভক্তদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তিনি এই ঘটনায় ‘ব্যথিত’ এবং ক্ষতিগ্রস্তদের সকল ধরনের সহায়তা প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসএএইচ