ভারতের ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার (৬ আগস্ট) রাজ্যের ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’র পদযাত্রা শেষে বিজেপিকে আবারও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা।
এরপরই বাংলা ভাষাকে বিজেপি অপমান করছে, সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেছেন, আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশি বলা হচ্ছে। রোহিঙ্গা বলা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, স্বামী বিবেকানন্দসহ বাংলার মনীষীরা কোন ভাষায় কথা বলতেন?’
এরপরই মমতা বলেছেন, ‘গায়ের জোরে, ভয় দেখিয়ে যদি অত্যাচার করেন তাহলে আমাদের লাশ পেরিয়ে যেতে হবে। আমরা দাঁড়িয়ে পাহারাদার হিসেবে থাকব। ’ বিজেপিকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘এখন প্রতিবাদ-প্রতিরোধ করার পালা। আমরা বলব না, আমাদের ভোট দিন। কিন্তু আমরা প্রতিবাদ না করলে আসামের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করবে। ’
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওরা বলছে (নির্বাচন কমিশন) সবাইকে আবার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। মনে রাখবেন আসামে এনআরসি করে লাখ লাখ মানুষের নাম বাদ পড়েছিল। বিজেপি পার্টি লিস্ট তৈরি করবে? আপনার ঠিকানা আপনাকেই ঠিক করতে হবে। একটাও যেন ভোটারের নাম বাদ না যায়। ’ মমতার হুঁশিয়ারি, ‘একজন প্রকৃত ভোটারের নাম বাদ গেলে আমি সারাবিশ্ব ঘুরে বেড়াবো। সারা পৃথিবীর মানুষের কাছে তোমাদের মুখোশ টেনে খুলে দেব। আমি গোটা বিশ্বের মানুষকে জানাবো কীভাবে অগণতান্ত্রিক কায়দায় মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। ’
সাধারণ মানুষের উদ্দেশে তৃণমূল প্রধানের আহ্বান, ‘আজ এই মিটিং থেকে আওয়াজ উঠুক। রক্ত দেব, কলিজা দেব, কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না- শপথ নিন। এনআরসি করতে দিচ্ছি না, দেব না। এখন আসাম থেকে বাংলায় নোটিশ পাঠাচ্ছে। সাহস তো কম নয়। নোটিশ পাঠালেও কেউ যাবেন না। গেলেই জেলে পুরে দেবে। আমরা আইনজীবী দিয়ে লড়ে নেব। ’
বিজেপিকে হুঙ্কার দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘শুনে রাখুন, আমি যেদিন নিজে মনে করব, সেদিনই আমাকে হঠাতে পারবেন। ’
সবশেষে মমতা বলেছেন, আমরা কখনই আমাদের জনগণের সাংবিধানিক অধিকার পদদলিত হতে দেব না। আমরা কখনই বাংলার মাটি, আত্মা বা ভাষাকে অসম্মানিত হতে দেব না। ইতিহাস সাক্ষী যে, বাংলা সর্বদা অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিরোধে জেগে উঠেছে। আমি তাদের সজাগ অভিভাবক হিসেবে আমার জনগণের সঙ্গে আছি, তাদের মর্যাদা, অধিকার ও তাদের ভবিষ্যৎ রক্ষার জন্য যেকোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। বাংলা কখনও মাথা নত করবে না। বাংলা কখনও ভাঙবে না।
ভিএস/আরবি