ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ধূমপানমুক্ত শহর গড়তে এগোচ্ছে কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
ধূমপানমুক্ত শহর  গড়তে এগোচ্ছে কলকাতা প্রকাশ্যে ধূমপান/ফাইল ছবি

কলকাতা: ২০১৪ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের মেট্রো চলাচল করা শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি সিগারেট খাওয়া হয় কলকাতায়। তবে এই তকমা এবার ঝেড়ে ফেলতে চাইছে কলকাতার প্রশাসন। ধূমপানমুক্ত কলকাতা গড়তে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে প্রচারণায়।

আইন অনুযায়ী, প্রকাশ্য স্থানে ধূমপান কলকাতায় শাস্তিযোগ্য অপরাধ। হোটেল রেস্তোরাঁয় ধূমপান আগে থেকেই নিষিদ্ধ।

সরকারি অফিসে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। হোটেল-রেস্তোরাঁয় এই বিধি যথাযথভাবে মানা হলেও প্রকাশ্যে ধূমপানের অভ্যাস এখনও ত্যাগ করতে পারেনি কলকাতাবাসী।
 
কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি জানিয়েছেন, প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয়, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বা যে কোনো ক্ষেত্রে যদি কোনো দোকান অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাতীয় দ্রব্য বিক্রি করে তবে সেই দোকানের বিরুদ্ধে পুলিশের কাছে সরাসরি অভিযোগ করা হবে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতার সম্পাদক চিকিৎসক শান্তনু সেনের বরাত দিয়ে একথা জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা,  ফেব্রুয়ারি ৬, ২০১৬
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।