ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মেঘাচ্ছন্ন কলকাতা, স্বস্তিতে সাধারণ মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
মেঘাচ্ছন্ন কলকাতা, স্বস্তিতে সাধারণ মানুষ

কলকাতা: হাঁসফাঁস করা গরমে যখন কলকাতাবাসী খুঁজছে একটুখানি কালো মেঘের হদিস ঠিক সেই সময়ে আবহআওয়া অধিদপ্তর দিলো সুখবর। উড়িষ্যার ঘূর্ণাবর্তের কারণে কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে স্বস্তির আশায় বুক বেঁধেছেন গরমে অতিষ্ঠ মানুষ।

শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের আরও চার-পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে  নদীয়া, মুর্শিদাবাদ, বর্ধমান পূর্ব ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরদিকের জেলাগুলিতে শিলা বৃষ্টিও হতে পারে।  

বর্ষা আসতে এখনও বেশ কিছুদিন বাকি। তবে এ বছর যথেষ্ট পরিমাণে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসএস/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।