ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুলতান আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুলতান আহমেদ

কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পশ্চিমবঙ্গের তিনবারের সংসদ সদস্য সুলতান আহমেদের (৬৪)। বেলভিউ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। 

সোমবার (০৪ সেপ্টেম্বর) নিজ বাসভবনে মৃত্যু হয় সুলতান আহমেদের।

তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বয়োজ্যেষ্ঠ এ তৃণমূল নেতার মৃত্যুতে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী হারালেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

হাওড়ার উলুবেড়িয়া থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য ছিলেন সুলতান আহমেদ। এক সময় মনমোহন সিং সরকারের পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।  

নারদা কাণ্ডে নাম ছিলো সুলতান আহমেদের।  

তৃণমূলে যোগ দেওয়ার আগে কলকাতার শিয়ালদহ অঞ্চলে এন্টালি থেকে কংগ্রেসের হয়ে দু’বারের বিধায়ক ছিলেন তিনি। পরে ১৯৯৭ সালে তৃণমূল কংগ্রেসের জন্ম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।