ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মঞ্চে কে দেখাবেন দাদাগিরি, শচীন না সৌরভ! 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
মঞ্চে কে দেখাবেন দাদাগিরি, শচীন না সৌরভ!  দাদাগিরির মঞ্চে শচীন-সৌরভ

কলকাতা: বাইশ গজে একসঙ্গে একাধিকবার অনেক গুগলি সামলেছেন দু’জনে। বাউন্ডারিও হাঁকিয়েছেন বহুবার। দু’জনের দেখা এবার বাংলায়। তবে ব্যাট হাতে নয়, মাইক হাতে। জি বাংলার দাদাগিরিতে। এই প্রথম কোনো বাংলা রিয়েলিটিতে শো-তে যুগলবন্দী শচীন-সৌরভ। 

দাদাগিরি সিজন সেভেনের গ্র্যান্ড ফিনালে মুখোমুখি ক্রিকেট দুনিয়ার দুই মহারথী। সৌরভ গাঙ্গুলী এবং শচীন তেন্ডুলকর।



এবার ৬টি জেলার ৬টি টিম নিয়ে তৈরি হয়েছে দাদাগিরি গ্র্যান্ড ফিনালে। টিম ইন্ডিয়া, কলকাতা, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণা। মোট ২৩জন প্রতিযোগী অংশ নেবেন এতে। এদের মধ্যে কেউ পাইলট তো কেউ তীরন্দাজ। কেউ আবার পুরোহিত তো কেউ দৃষ্টিহীন বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আবার কেউ প্রফেসর তো কেউ একবারে সাধারণ গৃহবধূ। টস রাউন্ড থেকে বাপি বাড়ি যা। এদের সবাইকে নিয়ে খেলবেন দাদা।   

খেলার নিয়ম-কানুন থেকে সেটের সাজ-সজ্জায় এসেছে পরিবর্তন। ফুলটস রাউন্ডে যেমন ১২টার বদলে থাকছে ২৪টা প্রশ্ন। আবার স্বাদ বদলের জন্য রাখা হয়েছে সারেগামাপা খ্যাত গায়ক-গায়িকাদের।  

তবে ‘কাভার ড্রাইভ রাউন্ড’এ ক্রিকেট দুনিয়ার অন্যতম বাদশা শচীনের ঘটবে রাজকীয় আবির্ভাব। শচীন, শচীন চিৎকারে ফেটে পড়বে স্টুডিওর সেট! 

দাদাগিরির মঞ্চে শচীন-সৌরভ'ক্রিকেটের বাদশা এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে কেবল শুধু মিটি মিটি হাসবেন। হাটে হাড়ি অবশ্য ভাঙবেন দাদাই। ‘কাভার ড্রাইভ রাউন্ড’-এ প্রতিযোগীদের সাহায্য করবেন শচীন। ভাঙা বাংলায় অনেককে সাহস দেবেন ‘ডোন্ট ওয়ারি, কিছু হবে না'! পারবে পারবে!’ আবার কখনও দু’জনের টুকরো টুকরো স্মৃতিঝাঁপি মণি-মুক্তোর মতো খুলে দেবে দর্শকের সামনে।  

দীর্ঘ বন্ধুত্বে কি শচীনের সবটুকু জানতে পেরেছেন সৌরভ? বুঝতে পেরেছেন শচীনের আদ্যপান্ত? সৌরভের হঠাৎ প্রশ্ন ‘আচ্ছা, ব্যাটে তোমার গ্রিপ এতো নীচে কেন? বা ‘আচ্ছা, শেষ খেলাটা খেলার পর ওরকম একটা স্পিচ দিয়ে পিচ থেকে যখন আজীবনের মতো বেরিয়ে আসছো, কেমন লাগছিল তোমার শচীন? কী বললেন শচীন? বাদশার উত্তরের জন্য অপেক্ষা করতেই হবে।  

দাদাগিরির মঞ্চে শচীন-সৌরভশচীন-সৌরভ এক মঞ্চে অথচ একটুও ব্যাটে-বলে হলেন না তাই কখনও হয়! দাদাগিরির গ্র্যান্ড ফিনালের মঞ্চে দু’জন ব্যাটে-বলে সওয়ার নিশ্চয় হবেন। থাকছে পরতে পরতে চমকের পর চমক। যেমন গুগলি রাউন্ডে সেটে হাজির হবেন টলিউডের জুটি সোহম-শুভশ্রী। দাদা কি ছেড়ে দেবেন ওদের এতো সহজে!

 সোহম-শুভশ্রী দু’জনের দিকেই ছুড়ে দেবেন গুগলি। পারবেন ওরা দু’জন দাদার গুগলি সামলাতে? আর কী কখনও আসবে এমন সন্ধ্যা! বা দাদাগিরি মঞ্চে শেষমেশ দাদাগিরিটা কে দেখালো? সবটুকু জানতে দর্শকদের অপেক্ষা করতেই হবে ২৫ ফেব্রুয়ারি রাত্র ৯টা অব্দি।  

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
ভিএস/এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।