ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে এসে মমতার বিরুদ্ধে সুর চড়ালেন মোদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
পশ্চিমবঙ্গে এসে মমতার বিরুদ্ধে সুর চড়ালেন মোদী

কলকাতা: ক’দিন আগে যে মমতা বন্দোপাধ্যায় তোপ দেগেছিলেন তাকে, সেই মমতাকে পাল্টা জবাব দিলেন যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘মোদীর দিন শেষ’ বলার জবাবে এবার ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলের বিদায় নিশ্চিত’।

শনিবার (২ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গে বাংলাদেশ-সীমান্ত লাগোয়া বনগাঁর ঠাকুর নগর এলাকায় আয়োজিত জনসভায় বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী মোদী বক্তৃতা করেন।

কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের ঠিক শেষ দিকে মমতারই রাজ্যে এসে মোদী বলেন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক পরিস্থিতি খুবই খারাপ।

বাম সরকারের মতো তৃণমূল কংগ্রেস সরকারও মানুষের কাজে লাগতে ব্যর্থ। পশ্চিমবঙ্গে ‘সিন্ডিকেট রাজের’ নামে চাঁদাবাজি চলছে।  

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্যের সার্বিক উন্নতি হবে বলেও অঙ্গীকার করেন মোদী।

ঠাকুর নগরের সভার পরেই পশ্চিমবঙ্গের দুর্গাপুরে আরও একটি জনসভা করেন মোদী। সেখানে তিনি বলেন, তৃণমূলের বিদায় নিশ্চিত।  

বাজেট প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এই বাজেট শুরুর শুরু, লোকসভা নির্বাচনের পরে নতুন ভারতের জন্য আরও বিভিন্ন প্রকল্প আসতে চলেছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।