ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
পশ্চিমবঙ্গে ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা মাস্টারদা সূর্য সেন ওয়েলফেয়ার সোসাইটির এবিএম ফজলে করিম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রাম: পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে মাস্টারদা সূর্য সেন ওয়েলফেয়ার সোসাইটি উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্যমগ্রাম পৌরসভার নজরুল মঞ্চে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি শিল্পপতি রতন ধর।

এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, মাস্টার সূর্য সেনের নেতৃত্বে একদল সাহসী বিপ্লবী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়েছিলেন। সূর্য সেনের কারণে বিশ্বে রাউজানের নাম সমাদৃত। মধ্যমগ্রাম-বারাসাতবাসী আমাকে যে সম্মান দিয়েছেন, তা আজীবন মনে থাকবে।

বিশেষ অতিথি ব্রহ্মচারী মুরাল বলেন, ফজলে করিম চৌধুরী শুধু রাউজান নয়, ভারতেরও পরম বন্ধু। তার অসাম্প্রদায়িক ও প্রগতিশীল কর্মকাণ্ড নিজ চোখে দেখার সৌভাগ্য আমার হয়েছে।

অনুষ্ঠানে মধ্যমগ্রাম পৌর মেয়র রথীন ঘোষ, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, পৌর কাউন্সিলর অরবিন্দ মিত্র, মহিলা কাউন্সিলর অন্তরা মজুমদার, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমদ  চৌধুরী, সুমন দে, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহরলাল হাজারী, সাবেক কাউন্সিলর বিজয় কিষান চৌধুরী, অ্যাডভোকেট শুভাশীষ গুহ, অ্যাডভোকেট যীশু দে প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।