ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ভারত

মমতার দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী কীর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
মমতার দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী কীর্তি

কলকাতা: ভারতের ত্রিপুরা রাজ্যে বিজেপি-তৃণমূলের রাজনৈতিক হিংসাত্মক পরিস্থিতি নিয়ে দিল্লিতে সরব মমতার দলের সাংসদ সদস্যরা। সেই পরিস্থিতিতে সোমবার (২২ নভেম্বর) বিকেলে দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



চারদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে মমতার। তার উপস্থিতি মঙ্গলবার (২৩ নভেম্বর) তৃণমূলে যোগ দিলেন দিল্লির রাজনৈতিক জগতের পরিচিত মুখ।  এছাড়া এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বেদের সঙ্গে মমতার বৈঠকও হওয়ার কথা রয়েছে।

এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ভগবৎ আজাদের পুত্র কীর্তি আজাদ। ১৯৮৩ কপিল দেবের নেতৃত্বে যে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয়ী হয়, আজাদ সেই দলের অন্যতম সদস্য।  

দলে যোগ দিয়ে কীর্তি আজাদ বলেন, দিদির নেতৃত্বে কাজ করবো। আজ দেশে এমনই একজন নেত্রীর প্রয়োজন, যিনি দেশকে সঠিক দিশা দেখাতে পারেন। মাটি থেকে লড়াই করেছেন দিদি। মমতার নেতৃত্বে দেশের সেবা করব। দেশের মধ্যে থেকে যারা দেশের মধ্যে বিভাজন করছেন তাদের বিরুদ্ধে লড়ব।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন কীর্তি।

কীর্তির পাশাপাশি এদিন তৃণমূলে যোগ দিয়েছেন সাবেক জনতা দল ইউনাইটেড (জেডিইউ) নেতা পবন বর্মা। দলের উত্তরীয় পরিয়ে এদিন পবনকে তৃণমূলে স্বাগত জানিয়েছেন স্বয়ং তৃণমূলনেত্রী।

তবে, কীর্তির দলবদল নতুন ঘটনা নয়। এর আগে রাজনীতিতে এসে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তার নামে ক্রিকেট অ্যাসেসিয়েশনের আর্থিক দুর্নীতির অভিযোগে বিজেপি তাকে সাসপেন্ড করেছিল। ২০১৯ সালে বিজেপি ছেড়ে কংগ্রেসেও যোগ দেন। এদিন দিল্লিতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।