ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

বাংলা নববর্ষে ওবামা-কেরির শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৩
বাংলা নববর্ষে ওবামা-কেরির শুভেচ্ছা

নিউইয়র্ক: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে বাংলাভাষাভাষীদের প্রতি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এই শুভেচ্ছা জানিয়েছেন তারা।

প্রেসিডেন্ট ওবামার পক্ষে এই শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বৃহস্পতিবার শুভেচ্ছাবার্তাটি পাঠান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র দফতরের কর্মকর্তা মিস এমিলি হর্ন বাংলানিউজকে এই বার্তার কথা জানান।

শুভেচ্ছা বার্তায় জন কেরি বলেন, ‘‘প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে আমি সারাবিশ্বের বাংলাভাষাভাষীর প্রতি নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমেরিকার জনগণ নতুন বছরে আপনাদের সুখী ও সমৃদ্ধির জীবন কামনা করছে।

সারা বিশ্বের বাঙালির মতো যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাঙালি সমাজ তাদের পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে সুন্দর ও আনন্দময় পরিবেশে নববর্ষ উদযাপন করবে এটাই আমাদের প্রত্যাশা। ’’

কেরি বলেন, ‘‘নতুন বছর শুরু হচ্ছে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাঙালি জনগণ ও তাদের সমৃদ্ধ সংস্কৃতির এই দিনটিকে প্রত্যাশা ও পারস্পরিক সুসম্পর্কের একটি চেতনার দিন হিসেবে উদযাপন করি। শুভ নববর্ষ। ’’

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।