ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

খুলনায় মাসব্যাপী বৈশাখী মেলা শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
খুলনায় মাসব্যাপী বৈশাখী মেলা শুরু রোববার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় মাসব্যাপী বৈশাখী মেলা আগামী রোববার (২৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। মহানগরীর শিববাড়ির পাবলিক হল (জিয়া হল) প্রাঙ্গণে ওইদিন বিকেল ৪টায় মেলার উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

নিউ চামেলী ট্রেডাসের আয়োজনে ইতিমধ্যে মেলার সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ।

নিউ চামেলী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রাসেল মিয়া শুক্রবার (২২ এপ্রিল) বাংলানিউজকে বলেন, মেলায় ৭০টি স্টল থাকবে। এতে তাঁতের তৈরি পোশাক, শাড়ি ও পাটজাত সামগ্রী, গৃহস্থলী পণ্য, কসমেটিকসসহ অন্যান্য পণ্যের সমারোহ নিয়ে স্টলগুলো বসবে। এছাড়া থাকবে মিনি চাইনিজের স্টল।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মেলার নিরাপত্তা সম্পর্কে তিনি জানান, আয়োজক কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মী ছাড়াও মেলা প্রাঙ্গণে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।