ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প

কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল

সাভার (ঢাকা): প্রায় নয়দিনের ঈদের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের অন্যতম শিল্পাঞ্চল খ্যাত এলাকা সাভার-আশুলিয়া।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিক দিনের মতোই নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আর এতে করে আবারও কর্মচঞ্চলে পরিণত হয়ে উঠেছে পুরো শিল্পাঞ্চল।

ফিরে পেয়েছে তার আপন রূপ।

শ্রমিকেরা দলে দলে ঢুকছে তাদের নিজেদের কর্মস্থলে। কারখানাগুলোতে শ্রমিক উপস্থিতি ও উৎপাদন ব্যবস্থা এখন স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন পোশাক কারখানা কর্তৃপক্ষ।

এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।