ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেনাদের তথ্য নিয়ন্ত্রণে চীনের

কঠোর অবস্থান

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুন ২৭, ২০১০

চীনা সেনাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও ব্লগ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। পিপলস লিবারেশন আর্মি এর মূখপাত্র ওয়ান লং তথ্যটি নিশ্চিত করেন।

নিষেধাজ্ঞার ফলে এখন থেকে ২৩ লাখ চীনা সেনা ইন্টারনেটে নিজের ব্লগ ও ওয়েবসাইট তৈরি করতে পারবে না। চীনের প্রতিরক্ষা বাহিনীর তথ্য নিরাপত্তায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়ান লং জানান। কারণ ব্লগ বা ওয়েবসাইট তৈরির মাধ্যমে সেনা কর্মকর্তাদের অনেক তথ্য নিজের অজান্তেই ফাঁস হয়ে যায়।

উল্লেখ্য, দেশের তথ্য নিরাপত্তায় চলতি বছরের প্রথমভাগে চীন সরকার দেশটিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে নিষিদ্ধ করে। তাদের সদ্য নেওয়া সিদ্ধান্তটি দেশের তথ্য নিরাপত্তায় সরকারের সুদৃঢ় অবস্থান প্রমাণ করে।  
 
বাংলাদেশ স্থানীয় সময় ১৩২৬ ঘণ্টা, জুন ২৭, ২০১০
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।