ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিসের নেতৃত্বে পরিবর্তন: সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
বেসিসের নেতৃত্বে পরিবর্তন: সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নতুন সভাপতি হলেন এম রাশিদুল হাসান এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল।

সম্প্রতি সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহ-সভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে এ দুটি পদ শূন্য হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেসিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার অনুষ্ঠিত বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে এবং পরিচালক এম আসিফ রহমানকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে।

সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সব কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসিস নির্বাহী পরিষদ গত ২০ অক্টোবর বেসিস সংঘবিধি সংশোধন ও সংস্কার কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করা উচিত, না কি নির্বাহী কমিটি সদস্যরা একযোগে পদত্যাগ করা উচিত, এ বিষয়ে সদস্যদের মতামত চেয়ে একটি অটোমেটেড ভোটিংয়ের উদ্যোগ নেয়। এতে অংশ নেওয়া ৫৯৪ জন সদস্যের মধ্যে ৭৭ দশমিক ২৭ শতাংশ সংস্কার কাজ সদস্যদের সঙ্গে নিয়ে সম্পন্ন করে নির্বাচন আয়োজনের পক্ষে মতামত দিয়েছেন এবং ২২ দশমিক ৭২ শতাংশ মতামত দেন বর্তমান ইসির এখনই পদত্যাগ করা উচিত।

সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম ও এর সদস্যদের স্বার্থরক্ষায় প্রতিশ্রুত সংস্কার কাজগুলো সাধ্যমতো সম্পন্ন করে আগামী ছয় মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে বর্তমান নির্বাহী পরিষদ। চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশিপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যে এজিএমে/ইজিএম-এর পর এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে বেসিস।

সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের প্রকৃত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কারমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও দেশে-বিদেশে বেসিস-এর সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বর্তমান নির্বাহী পরিষদকে সবরকম সহযোগিতা দিতে সদস্য এবং অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসিস নেতৃবৃন্দ।

সভাপতি এম রশিদুল হাসান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে তিন দশকেরও বেশি সময় ধরে অবদান রেখে চলেছেন। ২০০১ সালে তিনি সিসটেক ডিজিটাল লিমিটেড প্রতিষ্ঠা করেন, বর্তমানে তিনি এর প্রধান নির্বাহী কর্মকর্তা। জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল প্রযুক্তি, অর্থনীতি এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন। তিনি বিভিন্ন দেশে সফটওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।