ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাত মহাদেশজুড়ে গুগল স্ট্রিটভিউ!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
সাত মহাদেশজুড়ে গুগল স্ট্রিটভিউ!

এ মুহূর্তে বিশ্বের সাতটি মহাদেশে গুগল স্ট্রিট ভিউ সেবা উপভোগ্য করা হয়েছে। সম্প্রতি ব্রাজিল, আয়ারল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় গুগল স্ট্রিটভিউ সেবা চালু হওয়ায় সাত মহাদেশেই আনুষ্ঠানিকভাবে এ সেবার আওতাভুক্ত হল।

উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম যুক্তরাষ্ট্রে গুগল স্ট্রিটভিউ সেবা চালু হয়। এরপর ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্রসহ সব দেশে এ সেবা বিস্তৃতি পেতে থাকে। সম্প্রতি ব্রাজিল, আয়ারল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় গুগল স্ট্রিটভিউ সেবা চালু হয়েছে। এ সুবাদে বিশ্বের সাত মহাদেশে স্ট্রিটভিউ সেবা প্রসারের লক্ষ্য পূরণ হল।

তবে অ্যান্টার্কটিকায় শুধু হাফমুন আইল্যান্ডের তথ্য এ সেবা পাওয়া যাবে। অ্যান্টার্কটিকার অন্যসব স্থান এখনও এ সেবা আওতার বাইরে রয়ে গেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।