মাইক্রোসফটে যোগ দিচ্ছেন ওপেনএআইয়ের চাকরি হারানো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান।
প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দিয়েছে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এক্সে এক পোস্টে লিখেছেন, অল্টম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দেবেন।
অ্যামাজনের জনপ্রিয় ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সাবেক সিইও এমেট শিয়ার ওপেনএআইয়ের নতুন অন্তর্বর্তীকালীন প্রধান হচ্ছেন।
এক্সে তিনি নতুন চাকরিটিকে জীবনে একবারের সুযোগ বলে আখ্যা দিয়েছেন।
তবে অল্টম্যানকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এমেট। তিনি বলেন, এটি সত্যিই আমাদের বিশ্বাস ভেঙেছে।
ওপেনএআইয় চালুর ক্ষেত্রে ৩৮ বছর বয়সী অল্টম্যানের সহযোগিতা ছিল। প্রতিষ্ঠানটি জনপ্রিয় চ্যাটজিপিটি তৈরির জন্য পরিচিতি পায়।
বোর্ড অল্টম্যানের ওপর থেকে আস্থা হারিয়েছে, এমনটি বলার পর শুক্রবার তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
আরএইচ