ইবুকের বিক্রি এবার সত্যিই প্রিন্ট সংস্করণকে ছাড়িয়ে গেল। আর এই অভূতপূর্ব ঘটনাটির জন্ম দিয়েছে অ্যামাজন ডটকম ডটইউকে।
অ্যামাজন সূত্র জানিয়েছে, কিনডল রিডার বাজারে আসার পর গত দু`বছরে প্রকাশনাশিল্পের চেহারাই বদলে গেছে। এখন ১০০টি বই বিক্রির বিপরীতে ১১৪টি ইবুক বিক্রি হচ্ছে। যদিও এটি শুধু একটি অনলাইনভিত্তিক গবেষণা। অন্য সব পরিসরেও এর পাওয়া যাচ্ছে।
যুক্তরাজ্যে এখন ইবুক পাঠকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। অ্যামজন ডটকমের বই বিক্রি খতিয়ানে এ তথ্য আরও সুস্পষ্ট হয়েছে।
যুক্তরাজ্যের কিনডল সহ-সভাপতি জোরবিট ফন ডার মিউলেন বলেন, যুক্তরাজ্যের পাঠকেরা এখন ইবুকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যদিও প্রিন্ট প্রকাশনার পরিসরও বাড়ছে। তবে বিক্রির হিসাবে এরই মধ্যে ইবুকের কাছে শীর্ষ স্থান হারিয়েছে মলাটের বইয়ের প্রকাশনা।
ইলেকট্রনিক প্রকাশনায় কিনডল আসার পর গত ৪ বছরে পাঠকদের মধ্যে আমূল পরিবর্তন এসেছে। আর গত দুবছরে পুরো যুক্তরাজ্যের বই পড়ার অভ্যাসই বদলে দিয়েছে কিনডল। আর বিক্রি পরিসংখ্যানও এ তথ্যের পক্ষেই সাফাই গাইছে। এমনটাই জানালেন মিউলেন।
বাংলাদেশ সময় ২০৪৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর [email protected]