বিশ্বের সবচেয়ে বড় আলট্রা-ডেফিনেশন টিভি অবমুক্ত করেছে এলজি। মূল পর্দা ৮৪ ইঞ্চি (২১৩ সেন্টিমিটার)।
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি একে বিশ্বের সর্ববৃহৎ আলট্রা-ডেফিনেশন টিভি বলে দাবি করেছে। অচিরেই এ প্রিমিয়াম টিভি বাণিজ্যিকভাবে বিশ্ব বাজারে বিপণনের উদ্যোগ নেওয়া হবে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।
নিখুঁত, জীবন্ত আর বৃহৎ পর্দায় চলমান চিত্রকে আরও সুনিপুণভাবে উপস্থাপন করতেই এ টিভি তৈরি করা হয়েছে। এ মুহূর্তে ত্রিমাত্রিক বিনোদন আবহকে আরও খানিকটা জীবন্ত করে তুলতে এ টিভি দৃষ্টান্ত হবে বলে এলজি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।
আসছে সেপ্টেম্বরে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে আত্মপ্রকাশের মধ্য দিয়ে এ ত্রিমাত্রিক টিভির বিশ্ব বিপণন শুরু হবে। এরপরেই এ টিভি পৌঁছবে এশিয়ার বাজারে।
চাহিদা আর বিক্রি লক্ষ্যমাত্রার ভিত্তিতেই এ টিভি ভোক্তাদের হাতে পৌঁছবে। তবে এ সুবিশাল দামটা সত্যিই নাগালের বাইরে। এ মুহূর্তে ডলারের হিসাবে দাম পড়বে ২৭ হাজার ৬৩০ মার্কিন ডলার।
বাংলাদেশ সময় ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২