দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০১২ সালের নির্বাচনের ৫টি পদে ড. মাহফুজ ও কাজি জাহিদ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
গত ৩১ আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম ৫০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হযেছেন।
প্রসঙ্গত, সাড়ে তিন হাজার ভোটারের মধ্যে ৭০১ জন ভোটার কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিজেদের ভোট প্রদান করেন।
এ নির্বাচনে মহাসচিব পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারি অধ্যাপক কাজি কাজি জাহিদুর রহমান (৪৫৯), ঢাকা ওয়াসার প্রকৌশলী রাবিউল কায়সারকে(২২০) পরাজিত করেন।
অন্য পদে বিজয়ীরা হলেন ইয়াহিয়া তাহের(কোষাধ্যক্ষ), রাহাত হোসেন ফয়সল যুগ্ম সম্পাদক (একাডেমিক), আবদুর রহমান খান জিহাদ যুগ্ম সম্পাদক (ফিন্যান্স) এবং খান মোহাম্মদ কায়সার যুগ্ম সম্পাদক (এডমিন) । এ ছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান, মিজানুর রহমান সিদ্দিক এবং এসএম তোফায়েল আহমেদ।
বাংলাদেশ সময় ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর